Bangla

বিটের রেসিপি

বড়দের জন্য হোক কিংবা বাচ্চা। বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু বিটের এই রেসিপি। রইল সহজ কিছু টিপস। 

Bangla

বিটের চিলা

বিটের চিলা বা পরোটা অত্যন্ত সুস্বাদু। বেসনে বিট ঘষে অথবা আটায় বিট মিশিয়ে পরোটা বানান।

Image credits: social media
Bangla

বিটের রায়তা

দইয়ের সঙ্গে বিট মিশে সুন্দর বেগুনি রঙ তৈরি করে। বাচ্চাদের শুধু দই দেওয়ার পরিবর্তে বিট মিশিয়ে দিন।

Image credits: social media
Bangla

বিটের চাটনি

ধনে, মরিচ, আদা, রসুনের সঙ্গে বিট বেটে সুস্বাদু চাটনি তৈরি করতে পারেন।

Image credits: social media
Bangla

বিটের জুস

বাচ্চাদের স্বাস্থ্য সচেতন করে তুলতে গাজরের সঙ্গে বিট বেটে জুস বানান। জুসে কালো নুন এবং সামান্য চিনিও মেশাতে পারেন।

Image credits: social media
Bangla

স্যান্ডউইচ

স্যান্ডউইচের জন্য আলুর সঙ্গে বিট ঘষে মেশাতে পারেন। এতে স্যান্ডউইচ রঙিন হবে এবং পুষ্টিও বাড়বে।

Image credits: social media
Bangla

চুকंदरের সবজি

আলু এবং চুকंदर কেটে সুস্বাদু চুকंदरের সবজিও বানাতে পারেন। সবজিতে ধনে মশলা, গরম মশলা, নুন, হিং অবশ্যই দিন।

Image credits: social media

Food Tips: ঘরে বসেই বানিয়ে ফেলুন চটজলদি ব্রেডক্রাম্বস, রইল টিপস

Monsoon Special Food: বর্ষায় শরীর-স্বাস্থ্য ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি

খালি পেটে তরমুজ খেলে মিলবে একাধিক উপকার, জেনে নিন কী কী

Corn Recipe: বর্ষার দিনে ঘরেই বানিয়ে ফেলুন মনপছন্দ চিজি কর্ন, রইল টিপস