তালিকায় এমন সব চা আছে- যার দাম কয়েক কোটি টাকা, আবার কোনও চা মাত্র কয়েক গ্রামের দাম কয়েক লক্ষ টাকা। চা-এর যেমন বাহারি স্বাদ-গন্ধ এবং অবশ্যই লিকারের রঙ-ও গুরুত্বপূর্ণ।
Food Jun 24 2023
Author: Web Desk - ANB Image Credits:Getty
Bangla
ডা হং পাও টি
এই চা-এর প্রতি কিলোর দামই ৮.৫ কোটি টাকা। এটা জাতে ওলং টি। এই চা-এর চাষ চিনের বুয়ি মাউনটেনে। এই চা-এর রেসিপি কেউ জানতে পারে না। আর চিনও প্রচুর গোপনীয়তার সঙ্গে এটা রক্ষা করেছে
Image credits: Getty
Bangla
পিজি টিপস ডায়মন্ড টি ব্যাগ
খুবই সীমাবদ্ধ ডায়মন্ড টি-ব্যাগ। ইউনিলিভারের ইউ গ্রুপ তৈরি করে। পিজি টিপস কিছুদিন আগেই ৭৫ বছর পার করেছে। এর প্রতি টিব্যাগে ২৮০টি করে হীরে থাকে। একটা টি ব্যাগেরই দাম ১১ লক্ষ টাকা।
Image credits: Getty
Bangla
পান্ডা ডাং টি
ঠিক ধরেছেন এই চা তৈরি হয় পান্ডার গু-থেকে। এর প্রতি ৫০ গ্রামের দাম ২.৫ লক্ষ টাকা
Image credits: Getty
Bangla
ভিন্টেজ নার্সিসাস
এটা খুবই একটা দুর্লভ ওলং টি। এতে চকোলেট এবং হালকা করে কাঠের গন্ধ থাকে। এর প্রতি কেজির আনুমানিক মূল্য ৪.৭৪ লক্ষ টাকা
Image credits: Getty
Bangla
ইয়েলো গোল্ড বাডস
এটাও একটা প্রচণ্ড স্পেশাল চা। এতে হজমযোগ্য ২৪ ক্যারেটের হালকা সোনার কুচি থাকে। এর দাম প্রতি কেজি ৪.৭৪ লক্ষ টাকা
Image credits: Getty
Bangla
টাইগুয়ানিন টি
এতে গ্রিন ও ব্ল্যাক টি-এর মিশ্রণ থাকে। এটাও একধরনের ওলং টি। এর দাম প্রতি কিলোতে ২ লক্ষ টাকা
Image credits: Getty
Bangla
সিলভার টিপস ইমপেরিয়াল টি
এতে আম ও ফ্যাঞ্জিপানি-র ফ্লেভার থাকে। যত ধরনের দামি দার্জিলিং চা রয়েছে তার মধ্যে অন্যতম এটি। এর প্রতি কিলোর দাম ১.৩ লক্ষ টাকা
Image credits: Getty
Bangla
জিওকুরো মিনামি টি
এটা গ্রিন টি-এর ভ্যারিয়েশনের মধ্যে পড়ে। এতে সামান্য একটু মিষ্টি স্বাদও থাকে। এই চা চাষ করা বিনা সূর্যের আলোয়, অন্ধকার জায়গায়।
Image credits: Getty
Bangla
মানোহারি গোল্ড টি
এতে প্রচুর পরিমাণে ওষুধি গুণ থাকে। এটা মূলত অসমে চাষ হয়। এর প্রতি কিলোর দাম ১ লক্ষ টাকা