দুধের মালাই নানাভাবে ব্যবহার করা যায়। কেউ সরাসরি খান, আবার কেউ ঘি তৈরিতে ব্যবহার করেন। বেশিরভাগ মানুষই মালাই জমিয়ে তৈরি দেশি ঘি পছন্দ করেন।
Food Dec 20 2025
Author: Moumita Poddar Image Credits:Freepik
Bangla
সেই ঘি বেশিদিন টেকে না
অনেকেই কাঁচা দুধের মালাই তুলে দেশি ঘি তৈরি করেন। কিন্তু সেই ঘি বেশিদিন টেকে না এবং মালাইযুক্ত দেশি ঘি-এর মতো সুস্বাদুও হয় না।
Image credits: Freepik
Bangla
ঘন মালাই পাওয়ার জন্য
বিশেষ ব্যাপার হলো, মালাই যত ঘন হবে, তত সহজে আপনি ঘি তৈরি করতে পারবেন। ঘন মালাই পেতে মানুষ নানা পদ্ধতি ব্যবহার করে।
Image credits: Freepik
Bangla
দুধ গরম করার সঠিক উপায়
তবে এর জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। দুধ ফোটানোর পরিমাণ মাথায় রাখতে হবে। অর্থাৎ, ঘন মালাই তৈরির জন্য প্রথমে দুধ গরম করার সঠিক উপায় জানতে হবে।
Image credits: unsplash
Bangla
রুটির চেয়েও ঘন মালাই পড়বে
দুধ কখনওই খুব বেশি আঁচে ফোটাবেন না। একবার গরম হয়ে গেলে, কম আঁচে কিছুক্ষণ দুধ ফোটালে দুধের ঘনত্ব বাড়ে এবং রুটির চেয়েও ঘন মালাই তৈরি হয়।
Image credits: pinterest
Bangla
চালের দানা
দুধে সামান্য কাঁচা চালের দানা দিয়ে মিশিয়ে দিন। এই ছোট দানাগুলি মালাইকে ঘন করতে সাহায্য করে।