ধনেপাতা প্রতিটি বাড়িতেই খাওয়া হয়, খাবারের স্বাদ ও গন্ধ আরও বাড়াতে এই পাতা ব্যবহার করে থাকি।
সবুজ টাটকা ধনে পাতা অবশ্যই সবকিছুতে ব্যবহার করা হয় এবং আপনি এটি প্রতিটি বাড়িতে দেখতে পাবেন।
আনেক সময়েই দেখা যায় সময়ে আসময়ে ধনেপাতার দাম অনেক বেড়ে যায়। তখন রান্নায় এর বীজ দিয়েই কাজ চালাতে হয়।
আপনি খুব সহজ উপায়ে আপনার বাড়িতেই ধনেপাতার চাষ করতে পারেন।
মাত্র তিনটি সহজ উপায়ে আপনার বাড়িতেই ধনেপাতার চাষ করতে পারেন।
আপনি যে কোনও পাত্রে ধনিয়া বীজ রোপণ করতে পারেন, আপনাকে এক শিকড় সঠিকভাবে রোপণ করতে হবে।
এতে আপনার বেষি কিছু করার দরকার নেই, শিকড় লাগানোর পর আপনাকে মাটিও ঠিক রাখতে হবে।
যে মাটিতে বপণ করবেন, সেই মাটির আদ্রতা থাকা উচিত, তাহলে ধনে অনেক ভালো জন্মায়।
আপনারও এতে সার দরকার, আপনাকে এই তিনটি জিনিস দেখতে হবে। তাহলেই বাড়িতে আপনি সামান্য সময়েই ধনে চাষ করে নিতে পারবেন।