Bangla

চিনি বাদ! ঘরেই তৈরি করুন স্বাস্থকর গুড়ের চা- রেসিপি দেখুন

ঘরোয়া গুড়ো চা
Bangla

চা স্বাস্থ্যকর

ঘরে বসে অমৃতসমান গুড়ো চা বানানোর জন্য নিচের সহজ ও ঐতিহ্যবাহী পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। এই চা মিষ্টি, মশলাদার এবং স্বাস্থ্যকর, আর গুড়ের জন্য এর স্বাদ অনন্য।​

Image credits: freepik
Bangla

উপকরণ

দুধ – ১ কাপ, জল – ½ কাপ, চা পাতা – ২ চা চামচ, গুড় – ২ থেকে ৩ চা চামচ, এলাচ – ২ টি, দারচিনি – ১ ছোট টুকরো, আদা গুঁড়ো – ¼ চা চামচ, লবঙ্গ – ১ টি

Image credits: freepik
Bangla

মশলা তৈরি করুন

একটি খোলায় এলাচ, দারচিনি, আদা গুঁড়ো এবং লবঙ্গ গুঁড়ো করে নিন। এই মশলা চায়ের সুন্দর সুবাস এবং স্বাদ দেয়।

Image credits: freepik
Bangla

পানি এবং মশলা ফোটান

একটি পাত্রে ½ কাপ জল গরম করুন। এতে তৈরি করা মশলা দিন এবং ২-৩ মিনিট ফোটান।

Image credits: freepik
Bangla

চা পাতা দিন

মশলার জলের মধ্যে চা পাতা দিয়ে ২ মিনিট ফোটান, যাতে চায়ের স্বাদ পানিতে মিশে যায়।

Image credits: freepik
Bangla

গুড় দিন

গুড়ের টুকরোগুলো দিয়ে সম্পূর্ণরূপে গলে যাওয়া পর্যন্ত নাড়ুন। গুড় জলে গলে গেলে দুধ দেওয়ার প্রক্রিয়াটি পরবর্তীতে করুন।

Image credits: freepik
Bangla

দুধ দিন

দুধ দিয়ে চা মাঝারি আঁচে ৫-৬ মিনিট ফোটান। চা ফুটতে থাকলে এর উপরে ফেনা আসবে এবং রঙ গাঢ় হবে।

Image credits: freepik
Bangla

ঝরিয়ে পরিবেশন করুন

চা ছেঁকে কাপে ঢালুন। গরম গরম অমৃতসমান গুড়ো চা তৈরি!​

Image credits: freepik

ঝলসানো গরমে আম পোড়া শরবত বা আম পান্নার শীতলতা..জেনে নিন রেসিপি

ঝটপট বানিয়ে ফেলুন সুজি ডোনাট, রইল বাচ্চাদের আবদার মেটানোর সহজ রেসিপি

বাড়িতেই সহজে বানিয়ে নিন ছাতু, দেখে নিন রেসিপি

Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে মোতিচুরের লাড্ডু করবেন? জানুন পদ্ধতি