Bangla

দুধ থেকে পনির

গরমে দুধ তাড়াতাড়ি ফেটে যায়। কিন্তু এই দুধ ফেলে না দিয়ে, ঘরে বসেই দারুণ পনির বানিয়ে ফেলুন। এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনিও ফেটে যাওয়া দুধ থেকে পনির বানাতে পারবেন।

Bangla

ঘরে পনির বানানো শিখুন

গরমে দুধ তাড়াতাড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এই দুধ ফেলে না দিয়ে, এই দুধ থেকে দারুণ পনির (ছানা) বানানো যায়। 

Image credits: Gemini
Bangla

উপকরণ

ফেটে যাওয়া/আম্বল দুধ (১ লিটার বা তার বেশি), এক টুকরো মসলিন/সূতি কাপড়, হালকা গরম জল (ধোয়ার জন্য)

Image credits: Gemini
Bangla

দুধ গরম করুন

ফেটে যাওয়া দুধ একটা পাত্রে ঢেলে মাঝারি আঁচে গরম করুন। ফুটে উঠলে দুধ আর জল আলাদা হতে শুরু করবে।

Image credits: Gemini
Bangla

দুধ পুরোপুরি ফেটে যেতে দিন

জলের অংশ (ছানা জল) স্বচ্ছ দেখা না পর্যন্ত ফোটান। এতে লেবুর রস/ভিনিগার দেওয়ার দরকার নেই, কারণ দুধ আগেই ফেটে গেছে।

Image credits: Pinterest
Bangla

ঝরিয়ে নিন

এবার গ্যাস বন্ধ করে ফেটে যাওয়া দুধ মসলিন কাপড়ে ঝরিয়ে নিন। এই জল (ছানা জল) আলাদা করে রাখুন – এটা সার হিসেবে ব্যবহার করা যায়।

Image credits: Gemini
Bangla

পনির ধুয়ে নিন

কাপড়ে যে পনির (ছানা) থাকবে, সেটা হালকা গরম জলে ধুয়ে নিন – এতে টক গন্ধ কমে যায়।

Image credits: Social Media
Bangla

জল ঝরিয়ে নিন

কাপড়ে গিঁট বেঁধে ওজন রেখে ৩০-৪০ মিনিট রেখে দিন, যাতে জল ঝরে যায়।

Image credits: Getty

গ্রীষ্মে ঘি ঠিক কতটা জরুরি? রইল ঘি খাওয়ার টিপসও

গ্রীষ্মে দিনভর থাকুন রিফ্রেশ, ট্রাই করুন নানা স্বাদের পুদিনা চাটনি

ত্বকের বলিরেখা দূর করে কীভাবে বাড়াবেন কোলাজেন? জানুন সেরা উপায়

সোনার থেকেও দামি গাধার দুধের পনির, কারণ জানলে অবাক হবেন