প্রেসার কুকারে গরম করুন বাশি রুটি, এক কৌশলে হবে নরম
Food Jul 14 2025
Author: Deblina Dey Image Credits:pinterest
Bangla
রুটি হবে তাজা ও নরম
বাশি রুটি কেউ খেতে পছন্দ করে না। সেগুলোর স্বাদ বদলে যায়, শক্ত হয়ে যায় এবং খেতে একদম তাজা লাগে না। কিন্তু সেই রুটিগুলোই আবার তাজা ও নরম হতে পারে।
Image credits: pinterest
Bangla
প্রেসার কুকারে গরম করুন রুটি
এই কৌশলে খাবারও নষ্ট হবে না এবং পেটও ভরে যাবে। এখানে আমরা এমন একটি সহজ কৌশল বলছি, যার মাধ্যমে আপনি প্রেসার কুকারে বাশি রুটি গরম করে সেগুলোকে আবার নরম করে তুলতে পারবেন।
Credits: instagram
Bangla
কেন প্রেসার কুকার সেরা?
প্রেসার কুকারে বাষ্পে তাপ লাগে, যার ফলে রুটির আর্দ্রতা ফিরে আসে। তাওয়া বা মাইক্রোওয়েভের মতো রুটি শুকনো ও শক্ত হয় না।
Image credits: Freepik
Bangla
কাপড়ে মুড়ে রাখুন রুটি
প্রথমে বাশি রুটিগুলোকে একটি সাধারণ কাপড়ে রাখুন এবং এয়ার টাইট রুটির বাক্সে রেখে বন্ধ করে দিন।
Image credits: Freepik
Bangla
কুকারে পানি দিন
প্রেসার কুকারে ১-২ গ্লাস পানি দিন যাতে গরম করলে বাষ্প তৈরি হয়। পানি এতটুকু হোক যাতে রুটির বাক্সের উপরে না ওঠে।
Image credits: Freepik
Bangla
ঢাকনা লাগান কিন্তু সিটি না বাজে
কুকারের ভিতরে স্টিলের রুটির বাক্স রাখুন। এবার কুকারের ঢাকনা ভালো করে বন্ধ করে দিন, কিন্তু সিটি লাগাবেন না। গ্যাস মাঝারি আঁচে রাখুন।
Image credits: pinterest
Bangla
৫ মিনিট বাষ্পে রাখুন
৪-৫ মিনিট রুটিগুলোকে বাষ্পে থাকতে দিন। এরপর গ্যাস বন্ধ করে দিন এবং ২ মিনিট পর কুকার খুলুন।
যখন রুটিগুলোকে বাষ্পে গরম করবেন, তখন সেগুলোর শুকিয়ে যাওয়া আর্দ্রতা আবার ফিরে আসে। রুটিতে আর্দ্রতা ফিরে আসায় সেগুলো আবার নরম, ফোলা এবং তাজা হয়ে যায়। এই কৌশল অনেক কাজে আসবে।