Bangla

ক্যান্সার প্রতিরোধক পানীয়

ক্যান্সার প্রতিরোধে সহায়ক পানীয় এবং খাবার সম্পর্কে জানুন। রইল টিপস। 

Bangla

গ্রিন টি

গ্রিন টিতে ক্যাটেচিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা জ্ঞানীয় কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি ক্যান্সারের ঝুঁকি কমায়। 

Image credits: Freepik
Bangla

বেরি

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বেরি শরীরের কোষগুলিকে ক্ষতি থেকে রক্ষা করে। খাবারে রঙিন বেরি অবশ্যই খাওয়া উচিত। 

Image credits: Getty
Bangla

ব্রোকলি

ব্রোকলিতে থাকা সালফোরাফেন যৌগ ক্যান্সার কোষগুলিকে লক্ষ্য করে এবং তাদের ধ্বংস করে। ব্রোকলি খাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। 

Image credits: Social Media
Bangla

গ্রিন স্মুদি

পালং শাক বা কেলের মতো পাতাযুক্ত সবজি, শসা, আদা একসাথে মিশিয়ে গ্রিন স্মুদি তৈরি করুন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এই স্মুদি শরীরের প্রদাহ কমায়। 

Image credits: Pinterest
Bangla

হলুদ দুধ

হলুদে কার্কিউমিন যৌগ পাওয়া যায় যা শরীরের প্রদাহ কমাতে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে কাজ করে। বাদামের দুধে এক চিমটি কালো মরিচ এবং হলুদ মিশিয়ে দুধ পান করুন।

Image credits: SOCIAL MEDIA

Food News: বাড়িতেই সহজে বানিয়ে ফেলুন ক্রিস্পি জিঞ্জারস্ন্যাপ কুকি, রইল টিপস

বাড়তি থাকা সিদ্ধ ছোলা দিয়েই বানিয়ে ফেলুন মনকাড়া এই রেসিপি, রইল টিপস

বাড়িতেই বানিয়ে ফেলুন বিটের স্বাস্থ্যকর এই রেসিপি, রইল সহজ টিপস

Food Tips: ঘরে বসেই বানিয়ে ফেলুন চটজলদি ব্রেডক্রাম্বস, রইল টিপস