Bangla

মাইসোর স্পেশ্যাল ধোসা

মাইসুর ধোস। দক্ষিণ ভারতের এক জনপ্রিয় খাবার। সাদামাটা ধোসার থেকে একটু অন্যরকম কিছু চাই? তাহলে বানিয়ে ফেলুন এই মাইসুর ধোসা। রইল টিপস। 

Bangla

কীভাবে বানাবেন ধোসার ব্যাটার?

২ কাপ চাল, ½ কাপ উড়দ ডাল, ২ টেবিল চামচ পোহা, ½ চা চামচ মেথি, স্বাদমতো নুন, জল (ভিজানোর এবং পেস্ট করার জন্য) লাগবে। 

Image credits: Pinterest
Bangla

পরিবেশন করুন মাইসুর ডোসা

সম্পূর্ণ তৈরি মাইসুর মশলা ধোসা, সাম্বার, নারকেলের চাটনি এবং টমেটোর চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

Image credits: Pinterest

গরমে দুধ কেটে গেলে বাড়িতে বানিয়ে ফেলুন পনির, রইল সহজ ঘরোয়া পদ্ধতি

গ্রীষ্মে ঘি ঠিক কতটা জরুরি? রইল ঘি খাওয়ার টিপসও

গ্রীষ্মে দিনভর থাকুন রিফ্রেশ, ট্রাই করুন নানা স্বাদের পুদিনা চাটনি

ত্বকের বলিরেখা দূর করে কীভাবে বাড়াবেন কোলাজেন? জানুন সেরা উপায়