Bangla

গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড

গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, বিশ্বের সব থেকে ঝাল লঙ্কা তকমা পেল Pepper X। আনুষ্ঠানিক ভাবে এই লঙ্কার কথা এল প্রকাশ্যে।

Bangla

পাকারবাট পেপার কোম্পানি

দক্ষিণ ক্যারোলিনায় পাকারবাট পেপার কোম্পানির প্রতিষ্ঠাতা এড কুরি নিয়েছিলেন বিশেষ উদ্যোগ। তিনি এই লঙ্কাকে বিশ্বের সামনে নিয়ে আসেন।

Image credits: Pexels
Bangla

ইউটিউব শো

একটি ইউটিউব শো হট ওযানস-এ হাজির হয়েছিলেন এড কুরি। তিনি সকলের সামনে তুলে ধরেন Pepper X-র কথা।

Image credits: Getty
Bangla

SHU-র পরিমাণ

Pepper X-তে আছে গড়ে ২.৬৯৩ মিলিয়ন স্কোভিল হিট ইউনিট (SHU)।

Image credits: freepik
Bangla

ক্যারোলিনা পিপার

Pepper X আগে রেকর্ড গড়েছিল ক্যারোলিনা পিপার। এতে ছিল ১.৬৪ মিলিয়ন SHUs।

Image credits: pexels
Bangla

জ্যালিপিনো পিপার

জানা গিয়েছে, জ্যালিপিনো পিপার-র থেকেও ঝাল এটি। ১০০ গুণ বেশি ঝাল আছে Pepper X।

Image credits: Getty

সকালে-বিকালে চা খাওয়ার অভ্যাস? শরীর পেতে পারে বাড়তি উপকার

খালি পেটেই ব্ল্যাক কফির নেশা, দেখা দিতে পারে ভিটামিনের ঘাটতি

নরম পানীয়ে মিলল ক্ষতিকারক ব্যাক্টেরিয়া, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

এই জায়গাগুলিতে ১০০ টাকার কমে ফাটাফাটি বিরিয়ানি পাবেন, জানতেন?