Food

গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড

গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, বিশ্বের সব থেকে ঝাল লঙ্কা তকমা পেল Pepper X। আনুষ্ঠানিক ভাবে এই লঙ্কার কথা এল প্রকাশ্যে।

Image credits: Pexels

পাকারবাট পেপার কোম্পানি

দক্ষিণ ক্যারোলিনায় পাকারবাট পেপার কোম্পানির প্রতিষ্ঠাতা এড কুরি নিয়েছিলেন বিশেষ উদ্যোগ। তিনি এই লঙ্কাকে বিশ্বের সামনে নিয়ে আসেন।

Image credits: Pexels

ইউটিউব শো

একটি ইউটিউব শো হট ওযানস-এ হাজির হয়েছিলেন এড কুরি। তিনি সকলের সামনে তুলে ধরেন Pepper X-র কথা।

Image credits: Getty

SHU-র পরিমাণ

Pepper X-তে আছে গড়ে ২.৬৯৩ মিলিয়ন স্কোভিল হিট ইউনিট (SHU)।

Image credits: freepik

ক্যারোলিনা পিপার

Pepper X আগে রেকর্ড গড়েছিল ক্যারোলিনা পিপার। এতে ছিল ১.৬৪ মিলিয়ন SHUs।

Image credits: pexels

জ্যালিপিনো পিপার

জানা গিয়েছে, জ্যালিপিনো পিপার-র থেকেও ঝাল এটি। ১০০ গুণ বেশি ঝাল আছে Pepper X।

Image credits: Getty