যোগাসনে এমন কিছু পোজ নিতে হবে যাতে তা গলার থাইরয়েড গ্রন্থীকে নিঃসরণ করতে পারে। এর মানে গলাকে প্রসারিত করা এবং শক্তিশালী করার মতো যোগাসন-এর সাহায্য নিতে হবে।
Health Apr 03 2023
Author: Web Desk - ANB Image Credits:Getty
Bangla
ক্যাট কাউ পোজ
মনে করা হয় যোগাসনের এই পোজে থাইরয়েড গ্রন্থীতে ভালোরকম নিঃসরণ হয়। এই যোগাসন পোজে চিবুককে বুকে ছোঁয়ার চেষ্টা করতে হয়। এর ফলে গলায় চাপ পড়ে ও রক্ত সঞ্চালনে জোর আসে
Image credits: Getty
Bangla
কোবরা পোজ
গলা এবং কাঁধের মাসলপেশীতে টান পড়ে এবং রক্ত সঞ্চালনে দ্রুততা তৈরি হয়। বলা হয় যারা হাইপোথআইরয়েডইজম-এ ভুগছেন তাঁদের পক্ষে ভালো
Image credits: Getty
Bangla
ক্যামেল পোজ
এতে গলার পিছনে চাপ পড়ে। এবং স্পাইনাল কড ও গলার মধ্যে রক্ত সঞ্চালনায় জোর আসে। থাইরয়েড নিয়ন্ত্রণে এটাও বেশ উপকারী
Image credits: Getty
Bangla
বোট পোজ
যোগাসনের এই পোজে থাইরয়েড গ্রন্থী খুব ভালো সাড়া দেয় এবং গলার পজিশন ঠিক থাকায় রক্ত সঞ্চালনায় জোর আসে
Image credits: Getty
Bangla
ফিস পোজ বা মাছের মতো আসন
যারা হাইপোথআইরয়েডইজম-এ ভুগছেন তাঁদের পক্ষে ভালো। এর ফলে থাইরয়েড গ্রন্থীর নিঃসরণ ঠিকঠাক হয়