Bangla

থাইরয়েডের জন্য যোগাসন

যোগাসনে এমন কিছু পোজ নিতে হবে যাতে তা গলার থাইরয়েড গ্রন্থীকে নিঃসরণ করতে পারে। এর মানে গলাকে প্রসারিত করা এবং শক্তিশালী করার মতো যোগাসন-এর সাহায্য নিতে হবে। 

Bangla

ক্যাট কাউ পোজ

মনে করা হয় যোগাসনের এই পোজে থাইরয়েড গ্রন্থীতে ভালোরকম নিঃসরণ হয়। এই যোগাসন পোজে চিবুককে বুকে ছোঁয়ার চেষ্টা করতে হয়। এর ফলে গলায় চাপ পড়ে ও রক্ত সঞ্চালনে জোর আসে

Image credits: Getty
Bangla

কোবরা পোজ

গলা এবং কাঁধের মাসলপেশীতে টান পড়ে এবং রক্ত সঞ্চালনে দ্রুততা তৈরি হয়। বলা হয় যারা হাইপোথআইরয়েডইজম-এ ভুগছেন তাঁদের পক্ষে ভালো

Image credits: Getty
Bangla

ক্যামেল পোজ

এতে গলার পিছনে চাপ পড়ে। এবং স্পাইনাল কড ও গলার মধ্যে রক্ত সঞ্চালনায় জোর আসে। থাইরয়েড নিয়ন্ত্রণে এটাও বেশ উপকারী

Image credits: Getty
Bangla

বোট পোজ

যোগাসনের এই পোজে থাইরয়েড গ্রন্থী খুব ভালো সাড়া দেয় এবং গলার পজিশন ঠিক থাকায় রক্ত সঞ্চালনায় জোর আসে

Image credits: Getty
Bangla

ফিস পোজ বা মাছের মতো আসন

যারা হাইপোথআইরয়েডইজম-এ ভুগছেন তাঁদের পক্ষে ভালো। এর ফলে থাইরয়েড গ্রন্থীর নিঃসরণ ঠিকঠাক হয়

Image credits: Getty

থাইরয়েডে আক্রান্ত তবে অবশ্যই পাতে রাখুন এগুলি

কিটো ডায়েট করতে মেনে চলুন বিশেষ ১০টি টিপস

হার্ট ভালো রাখতে নিয়মিত খান এই ডিটক্স ওয়াটারের মধ্যে একটি, দেখে নিন

ফ্যাটি লিভার-কে নিয়ন্ত্রণে রাখতে ১০ অব্যার্থ যোগ পদ্ধতি