Bangla

কল্কে ফুল

অত্যান্ত গুরুত্বপূর্ণ। এটি ওষুধ হিসেবেও রীতিমত কার্যকর। সঞ্জীবনীর থেকে কোনও অংশ কম নয়।

Bangla

চোখের সমস্যা

একাধিক চোখের সমস্যা সমাধানে কল্কে ফুল গুরুত্বপূর্ণ। চোখের ফোলাভাব কমাতে কাজে লাগে। তবে চোখে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Image credits: Our own
Bangla

ব্যাথা উপসমকারী

৫০ গ্রাম কল্কে ফুলের সঙ্গে অলিভওয়েল মিশিয়ে মাখলে গায়ে ব্যাথা কমে যায়।

Image credits: Our own
Bangla

প্যারালাইসিস রোগীদের জন্য জরুরি

কল্কে ফুলের রস শরীরে মাখা প্যারালাইসিস রোগীদের জন্য ভাল বলেই অনেকে মনে করেন। এতে রারা সাময়িক স্বস্তি পায়।

Image credits: Our own
Bangla

মাথাব্যথায় উপকারী

কল্কে ফুল ঠান্ডা জলে ভিজিয়ে রেখে তা নিয়ে মাথা ধুলে মাথা ব্যাথা কমে যায়।

Image credits: Our own
Bangla

রূপচর্চায় কল্কে

এই ফুল ফুটিয়ে সেই জল দিয়ে মুখ ধুলে ত্বকের জেল্লা বাড়ে।

Image credits: Our own
Bangla

চর্মরোগ সারাতে উপকারি

এটি নানা ধরনের চর্মরোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে।

Image credits: Our own
Bangla

বিষাক্ত

এই ফুলের বীজ কিন্তু খুবই বিষাক্ত। ফুটিও না মুখে দেওয়াই শ্রেয়। তবে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Image Credits: Our own