অত্যান্ত গুরুত্বপূর্ণ। এটি ওষুধ হিসেবেও রীতিমত কার্যকর। সঞ্জীবনীর থেকে কোনও অংশ কম নয়।
একাধিক চোখের সমস্যা সমাধানে কল্কে ফুল গুরুত্বপূর্ণ। চোখের ফোলাভাব কমাতে কাজে লাগে। তবে চোখে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৫০ গ্রাম কল্কে ফুলের সঙ্গে অলিভওয়েল মিশিয়ে মাখলে গায়ে ব্যাথা কমে যায়।
কল্কে ফুলের রস শরীরে মাখা প্যারালাইসিস রোগীদের জন্য ভাল বলেই অনেকে মনে করেন। এতে রারা সাময়িক স্বস্তি পায়।
কল্কে ফুল ঠান্ডা জলে ভিজিয়ে রেখে তা নিয়ে মাথা ধুলে মাথা ব্যাথা কমে যায়।
এই ফুল ফুটিয়ে সেই জল দিয়ে মুখ ধুলে ত্বকের জেল্লা বাড়ে।
এটি নানা ধরনের চর্মরোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে।
এই ফুলের বীজ কিন্তু খুবই বিষাক্ত। ফুটিও না মুখে দেওয়াই শ্রেয়। তবে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ত্বকের যত্ন থেকে রোগজ্বালা নিরাময়, হাজার গুণ মধুর
শুধু সূর্যের আলো নয়, ভিটামিন ডি-এর ঘাটতি মেটাতে এই ৮ জিনিস সবচেয়ে ভালো
চোঁয়া ঢেকুর আর অম্বলের সমস্যায় জেরবার? ঘরোয়া টোটকাতেই মিলবে উপকার
ঘরে রাখুন সাতটি গাছ, যারা মনের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি