Bangla

প্রকৃতির বেশিরভাগ উপাদানই বিভিন্ন উপায়ে শরীরের জন্য উপকারী

 শুধু স্বাদে ভিন্নতা আনার জন্যই নয়, শরীর সুস্থ রাখতেও বিশেষভাবে কাজ করে বিভিন্ন অজানা উপাদান।

Bangla

তেমনই একটি হল লেবুর খোসা

 পাতিলেবু থেকে গন্ধরাজ লেবু বিভিন্ন ধরনের লেবুর ব্যবহার হয়ে থাকে আমাদের হেঁশেলে।

Image credits: Our own
Bangla

লেবু ব্যবহার করে খোসাগুলো আমরা ফেলে দিই,

কিন্তু, জানেন কী? লেবুর খোসারও রয়েছে বিশেষ উপকারিতা।

Image credits: Our own
Bangla

ওজন বেড়ে যাওয়া অনেকেরই প্রধান সমস্যা।

এর থেকে মুক্তি পাওয়ার জন্য উপকারী হতে পারে লেবুর খোসা। লেবুর খোসায় থাকা পেক্টিন উপাদান ঝরঝর করে ওজন কমিয়ে দেওয়ার জন্য সাহায্য করে।

Image credits: Getty
Bangla

লেবুর খোসায় রয়েছে ভিটামিন সি আর সাইট্রিক অ্যাসিড

 খাবারে অরুচি দূর করে, জিভে স্বাদ নিয়ে আসে, এগুলি মুখগহ্বরের স্বাস্থ্যের জন্যেও খুব ভালো।

Image credits: Our own
Bangla

জীবাণুর জন্য অনেক সময়

মুখের ভেতরে গন্ধ-সহ অনেকগুলি ওরাল সমস্যা দেখা দেয়। এর থেকে মুক্তি পেতে কাজে লাগান লেবুর খোসা।

Image credits: Our own
Bangla

ডি-লিমোনিন এবং ভিটামিন সি-র মতো অ্যান্টি অক্সিড্যান্ট থাকে লেবুর খোসায়

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে লেবুর খোসা। ঋতু পরিবর্তনের সময় সুস্থ থাকতে লেবুর খোসা রাখতে হবে প্রত্যেকদিনের ডায়েটে।

Image credits: Our own
Bangla

লেবুর খোসা কালো চায়ের সঙ্গে মিশিয়ে খেলে ক্যানসারের আশঙ্কা কম হয়

লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে পারবেন স্যালাড, স্যুপ কিংবা ডেজার্টে, এতে স্বাদ ও গন্ধ দুই-ই বাড়ে।

Image credits: Getty
Bangla

লেবুর খোসা শুকিয়ে নিয়ে

 ব্লেন্ড করে তেল, মাখন, আচার, সস বা খাবার সংরক্ষণ করে রাখার জন্য প্রিজারভেটিভ হিসেবেও ব্যবহার করতে পারেন।

Image credits: Our own
Bangla

লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে রেখে দিলে,

সেই খোসা পরে শুকনো মশলা হিসেবেও ব্যবহার করতে পারবেন, এর ফলে চেনা খাবারেও নতুন স্বাদ নিয়ে আসতে পারবেন।

Image credits: Getty

Diet: পুজোয় 'ভুঁড়ি'ভোজের পর এবার ওজন ঝরানোর পালা, ডায়েট কী কী রাখবেন?

তেল বাদ! রান্নায় কাজে লাগান সুপারফুড ঘি-কে, ফিরবে স্বাস্থ্য

এই ৭টি নিয়ম মেনে চললে হবে না হার্ট অ্যাটাক-কোনও হৃদরোগ

কম নয় জল বেশি খেলেও হতে পারে কিডনির সমস্যা