Bangla

রাতে 'এটা' খান.. ওজন দ্রুত কমবে; ভালো ঘুম হবে

রাতে ওটস খেলেই মিলবে বহু স্বাস্থ্য উপকারিতা। রইল বিশেষ টিপস। 

Bangla

ওটস

রাতে ওটস খাওয়া অনেক উপায়ে উপকারী। এই পোস্টে সে সম্পর্কে জানুন।

Image credits: Getty
Bangla

ওজন কমানো

রাতের খাবারে ওটস খেলে পেট ভরে থাকে। এতে ওজন কমানো সহজ হয়।

Image credits: Getty
Bangla

ভালো ঘুম

রাতে আরামের ঘুম দরকার হলে রাতের খাবারে ওটস খান। এটি হজমশক্তি বাড়ায় এবং ভালো ঘুমে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

ঘুমের হরমোন

রাতে ওটস খেলে ঘুমের হরমোন নিয়ন্ত্রণে থাকে।

Image credits: Getty
Bangla

কিভাবে খাবেন?

ওটস জলে বা দুধে ভিজিয়ে খাওয়া যায়। ইচ্ছা করলে ফল, বীজ, বাদাম মিশিয়ে নিতে পারেন। রান্না করেও খাওয়া যায়।

Image credits: google
Bangla

মনে রাখবেন

রাতে ওটস খাওয়া ভালো, তবে বেশি খেলে গ্যাস, পেট ফাঁপা, বদহজমের মতো সমস্যা হতে পারে।

Image credits: Freepik

এই সাত খাবারেই ভালো থাকবে কিডনির স্বাস্থ্য, দেখুন এক ঝলকে

গর্ভাবস্থায় খেজুর খাওয়ার উপকারিতাগুলি অবাক করবে

ডায়েটে রাখুন ব্লু বেরি, দূর হবে এই কয়টি রোগ, জেনে নিন কী কী

চোখের জন্য উপকারী খাবারগুলি একনজরে দেখুন