Bangla

খাদ্য গ্রহণ

গ্রহণকৃত খাদ্যে পুষ্টির পরিমাণ কম থাকলে তাড়াতাড়ি ক্ষুধা লাগার সম্ভাবনা থাকে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

Bangla

প্রোটিন, ফাইবার

গ্রহণকৃত খাদ্যে প্রোটিন, ফাইবার কম থাকলে পেট তাড়াতাড়ি খালি হয়ে যায়।

Image credits: Getty
Bangla

কম পানি পান করা

কিছু ক্ষেত্রে পানিশূন্যতার কারণেও তাড়াতাড়ি ক্ষুধা লাগতে পারে।

Image credits: Freepik
Bangla

অনিদ্রা

ঘুম ভালো না হলে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনগুলির ভারসাম্যহীনতা দেখা দেয়। এর ফলে ঘন ঘন ক্ষুধা লাগে।

Image credits: Freepik
Bangla

মানসিক চাপ

মানসিক চাপও হরমোনের ভারসাম্যহীনতার দিকে নিয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এর ফলে বারবার খেতে ইচ্ছা করতে পারে।

Image credits: Pexels
Bangla

ডায়াবেটিস

হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে শর্করার মাত্রা কমে গেলে ক্ষুধা লাগে।

Image credits: Social Media
Bangla

থাইরয়েড সমস্যা

হাইপারথাইরয়েডিজমও একটি কারণ হতে পারে। বিপাকক্রিয়া দ্রুত হলে বেশি ক্ষুধা লাগে।

Image credits: Getty

ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ফল কোনগুলি?

খালি পেটে গ্রিন টি পান করবেন না! দেখা দিতে পারে এই সমস্যাগুলি

ভিজিয়ে রাখা আমন্ড খাওয়া উচিত নয়? উলটে হতে পারে শরীরের ক্ষতি!

প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এক গ্লাস পানীয়, জেনে নিন এর উপকারিতা