এমন কিছু বিশেষ উপায় রয়েছে যাতে মেশিন ছাড়াও চুল ভাল ভাবে কার্ল করা যায়।
Other Lifestyle Jul 31 2024
Author: Anulekha Kar Image Credits:The Unique Blend Salon
Bangla
কার্ল ক্লিপ
বাজার থেকে কার্ল ক্লিপ কিনে সারা রাত মাথার চুল পাকিয়ে ক্লিপ করে রাখুন
Image credits: The Unique Blend Salon
Bangla
রাবার ব্যান্ড
বেশ কয়েক টা রাবার ব্যান্ড নিয়ে, বেশ কয়েক ভাগে চুল ভাগ করে নিয়ে গুটি রাবার ব্যান্ড আটকে রাখুন সারা রাত।
Image credits: The Unique Blend Salon
Bangla
গরম নারকেল তেল
গরম নারকেল তেল মাখিয়ে চুল গুটিয়ে একজায়গায় বেধে রাখুন। সকাল বেলা আলতো হাতে শ্যাম্পু করে মুছে নিন।
Image credits: The Unique Blend Salon
Bangla
বেনুনি
তিনটে বেনুনি টাইট করে বেঁধে রাতে ঘুমাতে যান। সকালে উঠে চুল খুলে তাতে হেয়ার স্প্রে করে দিন।
Image credits: The Unique Blend Salon
Bangla
চুল বাঁধা
সব চুল নিয়ে এক সঙ্গে পাকাতে থাকুন ঠিক যেমন জামা কাপড় নিঙরানোর সময় পাকানো হয় ঠিক তেমন। এবার এতে বেশ কয়েকটা রাবার ব্যান্ড বেঁধে রেখে হেয়ার স্প্রে করে দিন।
Image credits: The Unique Blend Salon
Bangla
চুল ধোয়া নিষেধ
যেদিন উপরের পদ্ধতিগুলি মানবেন শুধু নারকেল তেল ছাড়া বাকি পদ্ধতির ক্ষেত্রে চুল ধোয়া চলবে না।