Bangla

স্যাভলন বা ডেটল জল স্প্রে করুন

২৫০ গ্রাম জলে চার চামচ স্যাভলন বা ডেটল মিশিয়ে ঘরের বিভিন্ন কোনায় স্প্রে করলে দূরে থাকবে পোকামাকড়।

Bangla

শসার পেস্ট ঘরে লাগান

শসা একটি বা দুইটি, জল পরিমাণ মতো নিয়ে ব্লেন্ড করে নিন। এবার ঘন মিশ্রনকে একটি ব্রাসের সাহায্যে যেখানে যেখানে পোকার উপদ্রোব সেখানে লাগান।

Image credits: Getty
Bangla

ডেটল জলে ঘর মুছুন

ঘর মোছার জলে মেশান কয়েক ঢাকনা স্যাভলন বা ডেটল। দূরে থাকবে কীটপতঙ্গ।

Image credits: Getty
Bangla

গ্লু স্ট্রিপের ব্যবহার

ঘরের যে যে অংশে পোকামাকড়ের উপদ্রোব বেশি সেসব যায়গায় গ্লু স্ট্রিপ রেখে দিন। আঠালো এই স্ট্রিপে পতঙ্গ আটকে পড়লে তাদের বাইরে ফেলে দিন

Image credits: Getty
Bangla

বোরিক অ্যাসিডের ব্যবহার

বোরিক অ্যাডিস ঘরের আনাচে কানাচে অল্প করে ছড়িয়ে রাখলে দূরে থাকবে কীটপতঙ্গ।

Image credits: Getty
Bangla

পরিষ্কার পরিচ্ছন্নতা

ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে পোকামাকড়ের উপদ্রোব অনেকটাই কমে।

Image credits: Getty
Bangla

উচ্ছিষ্ট খাবার বাইরে না রাখা

উচ্ছিষ্ট খাবারের অংশ বাইরে ফেলে রাখলে পোকামাকড়ের উপদ্রোব অনেকটাই বেড়ে যায়।

Image Credits: Getty