২৫০ গ্রাম জলে চার চামচ স্যাভলন বা ডেটল মিশিয়ে ঘরের বিভিন্ন কোনায় স্প্রে করলে দূরে থাকবে পোকামাকড়।
শসা একটি বা দুইটি, জল পরিমাণ মতো নিয়ে ব্লেন্ড করে নিন। এবার ঘন মিশ্রনকে একটি ব্রাসের সাহায্যে যেখানে যেখানে পোকার উপদ্রোব সেখানে লাগান।
ঘর মোছার জলে মেশান কয়েক ঢাকনা স্যাভলন বা ডেটল। দূরে থাকবে কীটপতঙ্গ।
ঘরের যে যে অংশে পোকামাকড়ের উপদ্রোব বেশি সেসব যায়গায় গ্লু স্ট্রিপ রেখে দিন। আঠালো এই স্ট্রিপে পতঙ্গ আটকে পড়লে তাদের বাইরে ফেলে দিন
বোরিক অ্যাডিস ঘরের আনাচে কানাচে অল্প করে ছড়িয়ে রাখলে দূরে থাকবে কীটপতঙ্গ।
ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে পোকামাকড়ের উপদ্রোব অনেকটাই কমে।
উচ্ছিষ্ট খাবারের অংশ বাইরে ফেলে রাখলে পোকামাকড়ের উপদ্রোব অনেকটাই বেড়ে যায়।