Bangla

সূর্যমুখী ফুল

সূর্যমুখী ফুল কেন সূর্যের দিকে মুখ করে থাকে। রইল বৈজ্ঞানিক ব্যাখ্যা।

Bangla

সুন্দরী সূর্যমুখী

বিশ্বের সুন্দর ফুলগুলির মধ্যে একটি হল সূর্যমুখী ফুল। এটি অত্যান্ত উপকারী একটি ফুলও।

Image credits: Social media
Bangla

সূর্যের দিকে মুখ

সূর্যমুখী ফুলের অন্যতম বৈশিষ্ঠ্য হল এই ফুল সর্বদাই সূর্যের দিকে মুখ করে থাকে।

Image credits: Social media
Bangla

সূর্যের সঙ্গের তালে তাল

সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। সূর্যমুখী ফুলও পূর্বদিক থেকে পশ্চিম দিকে ঘুরে যায়। সূর্যমুখী ফুলের এতটাই সূর্যপ্রিয় যে এই ফুল রাতেও সূর্যের অপেক্ষায় থাকে।

Image credits: Social media
Bangla

সূর্যমুখী হওয়ার কারণ

সূর্যমুখী ফুলের এই প্রতিক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় বলে হেলিওট্রমিজিম।

Image credits: social media
Bangla

হরমনজনিত কারণ

গাছের অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি হয় হরমনের কারণে। সূর্যমুখীর ক্ষেত্রে সেই হরমন তৈরি হয় কুঁড়ির নিচে যে পাতা থাকে সেখানে। তা চলে আসে ফুলের বোঁটায়।

Image credits: Social media
Bangla

আলোর টান

সূর্যমুখীর ক্ষেত্রে যেদিকে আলোতো পড়ে তার উল্টো দিকে বোঁটার অংশে হরমােন জমা হয় ।ওই অংশে কোষের সংখ্যা বাড়ে এবং বাড়তি চাপের দরুন কুঁড়ি উল্টো দিকে ,সূর্যের দিকে মুখ করে থাকে ।

Image credits: Social media
Bangla

সূর্যের টান

সূর্য যখন পূর্ব আকাশে থাকে পশ্চিম অংশে কোষের বৃদ্ধি ঘটে । ফলে কুঁড়িও তার অবস্থানকে তাল মিলিয়ে পালটে নেয় ।

Image credits: pexels

বাড়িতে পোকামাকড়ের উপদ্রোব? জেনে রাখুন এই সহজ কিছু উপায়

দুর্গা পুজোয় রূপচর্চা থেকে রান্নাঘর - সর্বত্র ভাতের মাড় জরুরি

জানেন কি, কেন মানুষের বারবার নিজের চুলে হাত দেওয়ার অভ্যাস থাকে?

Home decoration: বাড়ির সজ্জায় এই ৮টি ফুল গাছ খুব সুন্দর