Bangla

কখনও এই ৫ জিনিস শিবের পুজোয় ব্যবহার করবেন না!

কখনও এই ৫ জিনিস শিবের পুজোয় ব্যবহার করবেন না!

Bangla

কখনও এই ৫ জিনিস শিবের পুজোয় ব্যবহার করবেন না!

২২ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। এই পুরো মাসে শিবের আরাধা করা হয়। 

Image credits: Our own
Bangla

কল্কে ফুল

শিবের পুজোয় কখনই কল্কে ফুল ব্যবহার করা চলবে না। পুরাণে কথিত রয়েছে যে এই ফুল স্বয়ং মহেশ্বরই নিজের পুজোয় ব্যবহার করতে বারণ করেছেন।

Image credits: Our own
Bangla

হলুদ ও সিঁদুরের টিকা

অনেকেই বলেন যে শিবের পুজোয় হলুদ আর সিঁদুর দিতে নেই।

Image credits: Our own
Bangla

শঙ্খ

শাঁখের জল দিয়ে কখনই শিব স্নান করাতে নেই। শাঁখের রাক্ষস শঙ্খচূড় কে স্বয়ং শিব বধ করেছিলেন তাই কখনই শাঁখের জল দিয়ে শিব স্নান করাবেন না।

Image credits: Our own
Bangla

তুলসী

মহাদেবের পুজোয় তুলসীও ব্যবহার করা চলবে না।

Image credits: Our own
Bangla

নারকেল

নারকেলের জল দিয়েও কখনও শিব স্নান করাতে নেই। 

Image credits: Our own

পেঁয়াজ আমিষ না নিরামিষ? উত্তর দিতে পারেননি ৯৯% মানুষ! জেনে নিন

Stylish blouse: যৌন আবেদন বাড়াতে এই ব্লাউজগুলি ট্রাই করতেই পারেন

সূর্যমুখী ফুল কেন সূর্যের দিকে মুখ করে থাকে, রইল বৈজ্ঞানিক কারণ

বাড়িতে পোকামাকড়ের উপদ্রোব? জেনে রাখুন এই সহজ কিছু উপায়