Bangla

পেঁয়াজ আমিষ না নিরামিষ?

কোন তরকারি পেঁয়াজ রসুনের সহযোগে হয় আরো সুস্বাদু এছাড়াও মাংস মাছ ডিম ইত্যাদি রান্না করতে গেলে পেঁয়াজ অপরিহার্য। তাই অনেকেরই মতে পিঁয়াজ আমিষ খাবার।

Bangla

পেঁয়াজ আমিষ না নিরামিষ?

আমিষ বলতে আমরা জানি প্রোটিন জাতীয় খাবার। প্রাণীজ প্রোটিনকেই বোঝায় আর নিরামিষ বলতে বোঝায় প্রাণীজ প্রোটিন বাদ দিয়ে সব খাবারকে। তবুও বেশিরভাগ বাঙালি পেঁয়াজকে আমিষ বলে মনে করেন।

Image credits: Social media
Bangla

পেঁয়াজ আমিষ না নিরামিষ?

পেঁয়াজকে আমিষ বলা হলে তা হয় একপ্রকার ধর্মীয় গোঁড়ামি অথচ জানলে অবাক হতে হয় বেনারস কিংবা বৃন্দাবনের মতো ধর্মীয় স্থানে পেঁয়াজকে তাঁরা নিরামিষ খাবার হিসেবে ধরে।

Image credits: Social media
Bangla

পেঁয়াজ আমিষ না নিরামিষ?

পেঁয়াজ আমিষ কিংবা নিরামিষ, যাই হোক না কেন, মারণ রোগ ক্যান্সারকে প্রতিহত করতে পারে পেঁয়াজ। মিনারেল ফাইবার এবং ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

Image credits: Getty
Bangla

পেঁয়াজ আমিষ না নিরামিষ?

পেঁয়াজ হাড় শক্ত করে এবং পেঁয়াজে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তাই সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বেশি করে পেঁয়াজ খান এবং অন্যকেও পেঁয়াজ খেতে উত্‍সাহিত করুন।

Image credits: freepik
Bangla

পেঁয়াজ আমিষ না নিরামিষ?

প্রচলিত মত অনুযায়ী আমরা পেঁয়াজকে আমিষ ভাবলেও আদতে তা কিন্তু নিরামিষ। কিন্তু নিরামিষের এই বিষয়টি সম্পর্কে অনেকেরই অনেক দ্বিমত আছে।

Image credits: other
Bangla

পেঁয়াজ আমিষ না নিরামিষ?

পেঁয়াজ আদতে একটি উদ্ভিজ্জ খাবার, যার প্রাণীজ কোন উপাদানের সাথে যোগ নেই তাহলে কিভাবে পেঁয়াজ আমিষ হয়? এই প্রশ্ন বারংবার উঠেছে।

Image Credits: Getty