Bangla

ব্লাউজেই ফ্যাশন

শুধু শাড়ি নয়, ব্লাউজেই ফ্যাশন স্টেটমেন্ট। এবার বদলে ফেলুন আপনিও।

Bangla

ফুলহাতা ব্লাউজ

ফুল হাতা ব্লাউজই দারুর চলছে। শীতকালে বিয়ে বাড়ি বা যে কোনও অনুষ্ঠানে ট্রাই করতেই পারেন।

Image credits: Instagram
Bangla

প্যাডেড ব্লাউজ

এই ব্লাউজ যেকেউই পরতে পারেন। তবে ব্রা লাগে না। যে কোনও শাড়ির সঙ্গেই এটি পরা যায়।

Image credits: Instagram
Bangla

স্ট্রিপ ব্লাউজ

এটাই অত্যাধুনিক মহিলাদের জন্য মানানসই। সাধারণদের জন্য ক্যারি করা একটু কঠিন। তবে এই ব্লাউজের সঙ্গে জাঙ্ক জুয়েলারি কিন্তু খুব ভাল যায়।

Image credits: Instagram
Bangla

সুইট হার্ট নেক ব্লাউজ

লেহঙ্গা বা ঘাররার সঙ্গে এই জাতীয় ব্লাউজ পরতেই পারেন। সামনেই বিয়ের মরশুম। সেই সময়ই ট্রাই করে দেখতে পারেন।

Image credits: Instagram
Bangla

ফুলহাতা আর ফুল গলা ব্লাউজ

এই ব্লাউজ সবথেকে বেশি পড়েন দীপিকা পড়ুকন। এই ব্লাউজ সকলেই পরতে পারেন। কিন্তু সঙ্গে কখনই হার পরবেন না।

Image credits: Instagram
Bangla

ব্রালেট ব্লাউজ

ব্রালেট ব্লাউজ একটু বেশি আধুনিকাদের জন্য দুর্দান্ত। তবে এই ব্লাউজকে জনপ্রিয় করার কৃতিত্ব অবশ্যই মন্দিরা বেদীর।

Image credits: Instagram
Bangla

লেসের ব্লাউজ

এটাও পুরনো স্টাইল স্টেটমেন্ট। কিন্তু আবারও ফিরে এসেছে। লেসের ব্লাউজে আপনিও হয়ে উঠতে পারেন অনন্য।

Image credits: Instagram
Bangla

গোলগলা ব্লাউজ

আগেকার দিনের স্মৃতি ফিরিয়ে আনছে গোলগলা ব্লাউজ। যে কোনও মহিলা গোলগলা ব্লাউজের সঙ্গে লম্বা-ঝোলা কানের পরে নিজেকে বদলাতে পারেন।

Image credits: Instagram
Bangla

ডিপনেক ব্লাউজ

বিদ্যা বালান এজাতীয় ব্লাউজ পরেন। এটি মোটা মহিলাদের জন্য খুব মানানসই। যেকোনও শাড়ির সঙ্গেই পরা যায়।

Image credits: insta

সূর্যমুখী ফুল কেন সূর্যের দিকে মুখ করে থাকে, রইল বৈজ্ঞানিক কারণ

বাড়িতে পোকামাকড়ের উপদ্রোব? জেনে রাখুন এই সহজ কিছু উপায়

দুর্গা পুজোয় রূপচর্চা থেকে রান্নাঘর - সর্বত্র ভাতের মাড় জরুরি

জানেন কি, কেন মানুষের বারবার নিজের চুলে হাত দেওয়ার অভ্যাস থাকে?