Bangla

চাণক্য নীতি: ৪ ক্ষেত্রে স্ত্রীকে ত্যাগ করতে পারেন স্বামী

চাণক্য নীতি সম্পর্কে জানুন
Bangla

মনে রাখবেন আচার্য চাণক্যের এই নীতি

চাণক্য তাঁর গ্রন্থে স্বামী-স্ত্রীর সম্পর্কিত অনেক নীতি লিখেছেন। সেই নীতিগুলিতে এও বলা হয়েছে যে ৪ টি ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে ত্যাগ করতে পারেন। জেনে নিন কোন ৪ টি ক্ষেত্র…

Image credits: Getty
Bangla

যদি স্ত্রী পরপুরুষে মনোযোগী হন

আচার্য চাণক্যের মতে, যদি স্ত্রী তার স্বামী ছাড়া অন্য কোনও পুরুষের প্রতি মনোযোগী হন তবে সেই ক্ষেত্রে স্বামীর তার স্ত্রীকে ত্যাগ করার পূর্ণ অধিকার রয়েছে।

Image credits: Getty
Bangla

ঘর-সংসারের দেখাশোনা না করলে

যদি স্ত্রী ঘর এবং সন্তানের দেখাশোনা না করেন এবং তার ইচ্ছামতো কাজ করেন, তবে সেই ক্ষেত্রে স্বামী তার পরিবারের সদস্যদের সম্মতিতে স্ত্রীকে ত্যাগ করতে পারেন।

Image credits: Getty
Bangla

অকারণে বারবার ঝগড়া করলে

যদি কারও স্ত্রীর স্বভাব ঝগড়াটে হয় এবং সে বারবার অকারণে ঝগড়া করেন এবং বোঝানোর পরেও না মানেন, তবে সেই ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে ত্যাগ করতে পারেন।

Image credits: Getty
Bangla

নিজের কর্তব্য পালন না করলে

স্ত্রীর অনেক গুরুত্বপূর্ণ কর্তব্য রয়েছে, যদি স্ত্রী অলসতার কারণে সেই কর্তব্যগুলি পালন না করেন এবং তার ইচ্ছামতো কাজ করেন তবে স্বামী তার স্ত্রীকে ত্যাগ করতে পারেন।

Image credits: Getty

সুখী দাম্পত্যের গোপন কথা কর্টিসল হরমন, এটির ক্ষরণ বাড়লেই সমস্যা

রিল লাইফের নয়, রিয়েল লাইফের 12th Fail মনোজ ও শ্রদ্ধার সংসারে উঁকি দিন

বিশ্বজুড়ে ডিভোর্সের হারে সবচেয়ে কম ভারতে

কমবে ৬৮ ক্যালোরি ! চুমু খাওয়ার এত উপকারিতা জানতেন?