Bangla

দাম্পত্য সুখের জন্য

সুখী দাম্পত্যের গোপন কথা কর্টিসল হরমন। এটি বেড়ে গেলে অনেক সমস্যা দেখা দিতে পারে।

Bangla

কর্টিসল হরমন

মানসিক চাপ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হল শরীরে কর্টিসল হরমোনের ক্ষরণ বৃদ্ধি। তাতে অনেক সমস্যা তৈরি হয়।

Image credits: pexels
Bangla

কার্টিসল হরমোন বাড়লে সমস্যা

বেশি হয়ে গেলে উচ্চ রক্তচাপ, টাইপ-২ ডায়াবিটিস, অস্টিয়োপোরোসিসের মতো সমস্যা বেড়ে যেতে পারে।

Image credits: pexels
Bangla

কার্টিসল হরমন ক্ষরণ

কর্টিসল হরমোনের ক্ষরণ বেড়ে গেলে বিপাকহার কমে যায়। পাশাপাশি এই হরমোনের প্রভাবে ঘন ঘন খিদে পায়।

Image credits: pexels
Bangla

মানসিক চাপ বৃদ্ধি

কার্টিসল হরমোন মানসিক চাপ বাড়িয়ে দেয়। অনিদ্রাজনিত সমস্যা তৈরি করে।

Image credits: pexels
Bangla

হরমন নিয়ন্ত্রণে রাখা

কার্টিসল হরমোন নিয়ন্ত্রণে রাখাতে ধ্যান জরুরি।

Image credits: social media
Bangla

সূর্যের আলো

চিকিৎসকেরা বলছেন, সূর্যের আলো কর্টিসল হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করতে পারে। তাই দিনের মধ্যে মাত্র আধ ঘণ্টা গায়ে রোদ লাগাতেই হবে।

Image credits: social media
Bangla

অন্য সমস্যা

কর্টিসল হরমোনের ক্ষরণ বেশি হলে হালকা চোট লাগলেও শরীরে কালসিটে পড়ে যায়।

Image Credits: Getty