Bangla

12th Fail এর পরিবারে

কেমন সংসার করছে সত্যিকারের 12th Failএর নায়ক নায়িকা মনোজ শর্মা ও শ্রদ্ধা যোশী। বিধু বিনোদ চোপড়ার নতুন ছবি আলোচনায় এনেছে কেন্দ্রীয় সরকারের দুই শীর্ষস্থানীয় আধিকারিককে। 

Bangla

12th Fail এর পটভূমি

আইপিএস মনোজ শর্মা ও আইএএস শ্রদ্ধা যোশীর জীবনের সংঘর্ষ, প্রেম আর সফল্যের কথাই তুলে ধরেছিলেন বিধু বিনোদ চোপড়া। তাই আবারও আলোচনায় দুই আধিকারিক।

Image credits: Instagram/shraddha.jsharma
Bangla

ভরা সংসার

মনোজ আর শ্রদ্ধার বর্তমানে ভরা সংসার। দুই ছেলে মেয়ে রয়েছে। ছেলে মানস ও মেয়ে চিত্রা।

Image credits: Instagram/shraddha.jsharma
Bangla

মনোজ শ্রদ্ধার বিয়ে

মনোজ ও শ্রদ্ধা ২০০৫ সালে বিয়ে করেন। যদিও আগে থেকেই একে অপরকে ভালবাসতেন। UPSC পাশ করার কঠিন শর্তও দিয়েছিলেন শ্রদ্ধা।

Image credits: Instagram/shraddha.jsharma
Bangla

মনোজ শ্রদ্ধার প্রেম

ছবির গল্পই সত্যি। গ্রাম থেকে দিল্লিতে আইপিএস হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লি যাওয়া মনোজকে UPSCতে সাফল হতে সাহায্য করেছিল শ্রদ্ধা। যিনি মনোজের এক বছর আগেই আইএএস হয়েছিলেন।

Image credits: Instagram/shraddha.jsharma
Bangla

মনোজের পরীক্ষা

১২ ক্লাসে নকল করতে না পেরে ফেল করেছিলেন মনোজ। কিন্তু পরের বছর পাশ করেন। তারপরই পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লিতে আসেন। সেখানেই শুরু হয় তাঁর কঠিন সংঘর্ষ।

Image credits: Instagram/shraddha.jsharma
Bangla

শ্রদ্ধা ও মনোজ

মনোজ শ্রদ্ধাকে দেখেই অবাক হয়েছিল। তারপর ধীরে ধীরে বন্ধু হয়ে যায়। তারপরই একে অপরকে সাহায্য করে পরীক্ষা প্রস্তুতিতে। প্রেমে বাধাও ছিল।

Image credits: social media

বিশ্বজুড়ে ডিভোর্সের হারে সবচেয়ে কম ভারতে

কমবে ৬৮ ক্যালোরি ! চুমু খাওয়ার এত উপকারিতা জানতেন?

ব্রেক আপের পর কেঁদেকেটে অস্থির? প্রাক্তনকে সহজে ভোলার জন্য কী করবেন?

কোন পেশায় নিযুক্ত থাকলে সবচেয়ে বেশি হাতছানি দেয় পরকীয়ার লোভ?