গোটা বিশ্বের গড় বিবাহবিচ্ছেদের হার বর্তমানে ১.৮ শতাংশ। আমেরিকায় বিবাহবিচ্ছেদের হার ২০২৩ সালে অগাস্ট পর্যন্ত ২.৫ শতাংশ।
বিবাহবিচ্ছেদের পরিসংখ্যানের নিরিখে শীর্ষে রয়েছে মলদ্বীপ, যেখানে ডিভোর্সের হার ৫.৫২ শতাংশ। মলদ্বীপের পরেই এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাজাখস্তান।
কাজাখস্তানে ডিভোর্সের হার ৪.৬ শতাংশ এবং তালিকার তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় বিবাহবিচ্ছেদের হার ৩.৯ শতাংশ।
দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ডিভোর্সের হার ৬৭ শতাংশ। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ৭৩ শতাংশই বিবাহবিচ্ছেদের পথ বেছে নেন।
সম্প্রতি ফোর্বসের (Forbes) সমিক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। ফোর্বসের সমিক্ষার তথ্য অনুযায়ী, ভারতে ডিভোর্সের হার সর্বনিম্ন, ১ শতাংশ।
গ্লোবাল ইনডেক্সের রিপোর্টে ভারতের পরই এই তালিকায় দ্বিতীয় সর্বনিম্ন বিবাহবিচ্ছেদের রেকর্ড রয়েছে ভিয়েতনামে। এখানে ডিভোর্সের হার ৭ শতাংশ।
গ্লোবাল ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে বেশি (৯৪ শতাংশ) পর্তুগালে। পর্তুগালের পর স্পেনে বিবাহ বিচ্ছেদের হার ৮৫ শতাংশ।
ভারতে, বিবাহবিচ্ছেদ দম্পতিদের জন্য একটি চ্যালেঞ্জিং পর্ব। এখানে আইনি কাঠামো ব্যক্তির ধর্মের উপর নির্ভর করে পরিবর্তিত হয়।
হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখদের জন্য, বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইন অনুযায়ী পরিচালিত হয়। এদিকে, ভারতের মুসলিমরা ১৯৩৯ সালের মুসলিম বিবাহ আইনকে মেনে চলেন।
ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, ধর্মের নিরিখে হিন্দুদের মধ্যেই ডিভোর্সের হার সবচেয়ে কম। হিন্দু জনসংখ্যার ৬০ শতাংশ বিবাহিত যার মধ্যে মাত্র ৫ শতাংশই বিবাহবিচ্ছেদের পথ বেছে নিয়েছেন।