সবচেয়ে ব্যয়বহুল হোটেলের এক রাতের ভাড়ায় জোড়া BMW গাড়ি কেনা যায়
বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও ব্যয়বহুল হোটেলে এক রাতের ভাড়ায় একজোড়া বিএমডব্লু গাড়ি কিনে নেওয়া যায়।
Travel Feb 21 2025
Author: Soumya Gangully Image Credits:Freepik
Bangla
দুনিয়ার সবচেয়ে ব্যয়বহুল হোটেল কোনটি? এ বিষয়ে জেনে নিন বিস্তারিত তথ্য
দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল ও ব্যবহুল হোটেলটি দুবাইয়ে অবস্থিত। এই হোটেলের নাম আটলান্টিস দ্য রয়্যাল (Atlantis The Royal)।
Image credits: Pexels
Bangla
দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল ও ব্যয়বহুল হোটেলে এক রাতের ভাড়া জেনে নিন
আটলান্টিস দ্য রয়্যাল হোটেলের রয়্যাল ম্যানসনে এক রাত থাকার ভাড়া ১০০,০০০ মার্কিন ডলার অর্থাৎ ৮৭ লক্ষ টাকা। সেখানে ভারতে BMW 2 Series Gran Coupe-এর দাম ৪৪.৪০ লক্ষ টাকা।
Image credits: X Twitter
Bangla
পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ও ব্যয়বহুল হোটেলের ঘরগুলির বিশেষত্ব কী জানুন
আটলান্টিস দ্য রয়্যাল হোটেলের রয়্যাল ম্যানসনে চমৎকার চারটি শোবার ঘর-সহ পেন্টহাউস রয়েছে। যা দু'টি স্তরে বিস্তৃত। ১০০ বছরের পুরানো জলপাই গাছ এবং একটি ব্যক্তিগত ফোয়ারা রয়েছে।
Image credits: Getty
Bangla
আটলান্টিস দ্য রয়্যাল হোটেলের ঘরগুলিতে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে
এই হোটেলে দুই তলা ডুপ্লেক্স স্যুইট রয়েছে। চারটি শোবার ঘর বুক করা যায়। সেখানে তিনটি কিং সাইজ বিছানা এবং দু'টি কুইন সাইজ বিছানা রয়েছে। অতিথিদের জন্য ব্যক্তিগত স্টিম রুমও রয়েছে।