Bangla

ভুতুড়ে জায়গা

রহস্যের হাতছানিতে এখনও পর্যটকরা ভিড় করে থাকেন এমন কিছু জায়গায় জ়ড়িয়ে রয়েছে অলৌকিক।অন্যতম হল রাজস্থানের ভানগড় দুর্গ ও কুলধারগ্রাম, দার্জিলিংও আছে ভুতুড়ে জায়গা।

Bangla

শনিবার ওয়াদা

শনিওয়ারবাদা ১৭৩০ সালে তৈরি করেছিলেন প্রথম বাজিরাও। ১৮২৮ সালে এই দুর্গে আগুন লেগেছিল। তাতে একটি অংশ ধ্বংস হয়ে যায়। বাকি অংশটা পর্যটকদের জন্য সংরক্ষিত

Image credits: Getty
Bangla

শনিবার ওয়াদা

এই দূর্গের গল্পের সঙ্গে যুক্ত পেশওয়া নারায়ণরাও। মনে করা হয় নারায়ণ রাওয়ের অতৃপ্ত আত্মা এখনও এই দূর্গে ঘুরে বেড়ায়। পূর্ণিমার রাতে নাকি তাঁর কান্নাভরা আর্তনাদ শোনা যায়

Image credits: Google
Bangla

বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর

দেশের তৃতীয় ব্যস্ততম বিমানবন্দর এটি। এই বিমান বন্দরের সঙ্গেও জড়িয়ে রয়েছে ভূতুড়ে আখ্যান। অনেকেই বেঙ্গালুরু বিমানবন্দরে ভূতের দেখা পেয়েছিলেন বলেও দাবি করেন। প্রথম দেখেন এক পাইলট।

Image credits: Facebook
Bangla

রাইটার্স বিল্ডিং

কলকাতার প্রাচীন এই ঐতিহ্যের সঙ্গেও জড়িয়ে রয়েছে ভুতুড়ে গল্প। রাইটার্সে নাকি ঘুরে বেড়ায় সিম্পসন সাহেবের আত্মা। রাতে রাইটার্সে অনেকেই তাঁর পায়ের আওয়াজ আর কান্নার শব্দ শুনেছেন।

Image credits: google
Bangla

মুকেশ মিলস

টিভি সিরিয়াল আর ফিল্মের শ্যুটিংএর জন্য বলিউড পরিচালকদের কাছে অত্যান্ত জনপ্রিয় স্থান। এখানে একাধিক ছবি ও সিলিয়াল শ্যুট হয়েছে। কিন্তু এই মিলের সঙ্গেও জড়িয়ে রয়েছে অদ্ভূত গল্প।

Image credits: Google
Bangla

মুকেশ মিলস

মুম্বইয়ের কোলাবায় রয়েছে মুকেশ মিলস। বিপাসা বসু জানিয়েছেন এই মুকেশ মিলসে শ্যুটিংএর সময় তাঁর সঙ্গে অদ্ভুত অনেক ঘটনা ঘটেছিল।

Image credits: Google
Bangla

ভানগর দূর্গ

স্থানীয়দের কথা এই দূর্গেই বাস করে এক জাদুকরের অতৃপ্ত আত্মা। জাদুকর ভানগরের রাজকুমারির প্রেমে পড়েছিলেন। এখনও এই দূর্গে ঢুকলে অস্বস্তি বোধ করেন পর্যটকরা।

Image credits: Google
Bangla

ভানগর দূর্গ

সূর্যাস্ত থেকে সূর্যদয়ের মধ্যে এই দুর্গে প্রবেশ নিষেধ। রাতে যাঁরা গেছেন তাঁদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের।

Image credits: Google
Bangla

রাজস্থানের কুলধারা গ্রাম

রাজস্থানের কুলধারা গ্রাম প্রায় দেড়হাজারের বেশি পিলিওয়াল ব্রাহ্মণের বাসভূমি ছিল। কিন্তু একদিন রাতরাতি সেই সেই গ্রাম ছেড়ে চলে যায় সবাই। কিন্তু কেন? সেই রহস্যের সমধান হয়নি এখনও।

Image credits: Google
Bangla

রাজস্থানের কুলধারা গ্রাম

লোককথা অনুযায়ী এই গ্রামের রাজা ছিলেন সেলিম সিং। তিনি ছিলেন শক্তিশালী, নৃশংস আর বর্বর। রাজার অত্যাচার সহ্য করতে না পেরে একরাতে হঠাৎই গ্রামের বাসিন্দার একসঙ্গে গ্রাম ছেড়ে চলে যায়। 

Image credits: Facebook
Bangla

ডাউ হিল

দার্জিলিং থেকে অদূরে ডাউ হিল। রাতের অন্ধকারে সেখানে গেলে নাকি অদ্ভূত অনুভূতিও হয়। ডাউহিল স্টেশনও রাতের অন্ধকারে ভয়ঙ্কর হয়ে ওঠে। স্থানীয়রা পারতপক্ষে রাতে বাড়ির বাইরে বার হন না।

Image credits: Facebook

বর্ষায় ছোট্ট ছুটিতে সবুজের মাঝে কাছেপিঠে ঘুরে আসার কয়েকটি ঠিকানা

আরব সাগরের সৌন্দর্য, নির্মলতা উপভোগ করতে ভ্রমণ তালিকায় আলিবাগ ট্রাভেল

কলকাতার কাছেই এই ৯ লুকিয়ে থাকা জায়গা, যেখানে যে কারওরই ঘুরে আসা উচিত

বর্ষায় কলকাতা থেকে ৭ রোড ট্রিপ, দীঘা ছাড়া আর কোন গন্তব্য রয়েছে তাতে