বরফের দেশে ঘুরতে গেলে, এইগুলো না জানলে বিপদ! সবসময় সতর্ক থাকা জরুরি
Bangla

বরফের দেশে ঘুরতে গেলে, এইগুলো না জানলে বিপদ! সবসময় সতর্ক থাকা জরুরি

বসন্তের শেষদিকে বা গ্রীষ্মের শুরুতে কি কাশ্মীর, হিমাচল প্রদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? বরফের দেশে বেড়াতে গেলে উপযুক্ত প্রস্তুতি নেওয়া দরকার।

বরফের দেশে বেড়াতে গেলে সবাই উচ্ছ্বসিত হয়ে ওঠেন, কিন্তু বিপদও হতে পারে
Bangla

বরফের দেশে বেড়াতে গেলে সবাই উচ্ছ্বসিত হয়ে ওঠেন, কিন্তু বিপদও হতে পারে

বরফের জায়গায় ঘুরতে ভালোবাসেন? তাহলে কিছু জিনিস জেনে রাখা দরকার। কারণ, না জেনে ভুল করলে অনেক সময় সমস্যা হতে পারে।

Image credits: unsplash
উঁচু পাহাড়ে যে কোনও সময় তুষারধস নেমে আসতে পারে, সতর্ক থাকা দরকার
Bangla

উঁচু পাহাড়ে যে কোনও সময় তুষারধস নেমে আসতে পারে, সতর্ক থাকা দরকার

তুষারধসে ছোট ছোট বরফের চাঁইয়ের নীচে চাপা পড়লে হাড় ভেঙে যেতে পারে। এমনকী, প্রাণও যেতে পারে। এমন অবস্থায় দ্রুত এমন জায়গায় যান, যেখানে প্রাণ বাঁচানো যায়।

Image credits: unsplash
বরফের দেশে বেড়াতে গেলে রুম হিটার বা আগুন জ্বালানোর ব্যবস্থা জরুরি
Bangla

বরফের দেশে বেড়াতে গেলে রুম হিটার বা আগুন জ্বালানোর ব্যবস্থা জরুরি

ঠান্ডার কারণে হাইপোথার্মিয়া হতে পারে। এছাড়া হাড়ে চোট লাগলে ব্যথা বাড়তে পারে। শরীর গরম রাখতে আগুন জ্বালাতে পারেন। এতে ব্যথা কম হতে পারে।

Image credits: unsplash
Bangla

বরফের দেশে বেড়াতে গিয়ে কখনও বেশিক্ষণ ভিজে জামা-কাপড় পরে থাকা উচিত নয়

বরফের জায়গায় ঘুরতে গিয়ে জামা-কাপড় ভিজে গেলে, তা দ্রুত খুলে ফেলুন। কারণ, এতে তাপমাত্রা কমে গিয়ে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে।

Image credits: unsplash
Bangla

বরফের দেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস বিপজ্জনক হয়ে উঠতে পারে, সতর্ক থাকুন

উপযুক্ত প্রস্তুতি ছাড়া বরফের জায়গায় স্নো-বোর্ডিং, আইস স্কেটিং, আইস ক্লাইম্বিং ও স্নো স্লেজিংয়ের মতো খেলাগুলো এড়িয়ে চলুন। কারণ, এতে পিছলে যাওয়ার ভয় থাকে।

Image credits: unsplash
Bangla

বরফে ঢাকা রাস্তায় সাইকেল চালাতে হলে সতর্ক থাকতে হবে, না হলেই বিপদ

বরফের জায়গায় সাইকেল চালালে, তা এড়িয়ে চলুন। কারণ, এতে রাস্তা ভুলে যেতে পারেন, অথবা পিছলে গিয়ে হাড় ভেঙে যেতে পারে।

Image credits: unsplash

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হোটেলে এক রাত থাকার ভাড়া জানেন? হাঁ হয়ে যাবেন

Travel: বছরে মাত্র ৭ দিন খোলে দ্বার, দীপাবলিতে পুজো নেন মা হাসানাম্বা

Bhangarh Fort: দুর্গের ভেতর অশরীরী আত্মা? ভানগড়ের গা-ছমছমে রহস্য

দেশের কিছু জায়গা যেখানের সাথে জড়িয়ে আছে অলৌকিক গল্প