বসন্তের শেষদিকে বা গ্রীষ্মের শুরুতে কি কাশ্মীর, হিমাচল প্রদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? বরফের দেশে বেড়াতে গেলে উপযুক্ত প্রস্তুতি নেওয়া দরকার।
বরফের জায়গায় ঘুরতে ভালোবাসেন? তাহলে কিছু জিনিস জেনে রাখা দরকার। কারণ, না জেনে ভুল করলে অনেক সময় সমস্যা হতে পারে।
তুষারধসে ছোট ছোট বরফের চাঁইয়ের নীচে চাপা পড়লে হাড় ভেঙে যেতে পারে। এমনকী, প্রাণও যেতে পারে। এমন অবস্থায় দ্রুত এমন জায়গায় যান, যেখানে প্রাণ বাঁচানো যায়।
ঠান্ডার কারণে হাইপোথার্মিয়া হতে পারে। এছাড়া হাড়ে চোট লাগলে ব্যথা বাড়তে পারে। শরীর গরম রাখতে আগুন জ্বালাতে পারেন। এতে ব্যথা কম হতে পারে।
বরফের জায়গায় ঘুরতে গিয়ে জামা-কাপড় ভিজে গেলে, তা দ্রুত খুলে ফেলুন। কারণ, এতে তাপমাত্রা কমে গিয়ে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে।
উপযুক্ত প্রস্তুতি ছাড়া বরফের জায়গায় স্নো-বোর্ডিং, আইস স্কেটিং, আইস ক্লাইম্বিং ও স্নো স্লেজিংয়ের মতো খেলাগুলো এড়িয়ে চলুন। কারণ, এতে পিছলে যাওয়ার ভয় থাকে।
বরফের জায়গায় সাইকেল চালালে, তা এড়িয়ে চলুন। কারণ, এতে রাস্তা ভুলে যেতে পারেন, অথবা পিছলে গিয়ে হাড় ভেঙে যেতে পারে।