Bangla

ক্যালিপসোর রঙিন রাজপুত্র -ব্রায়ান লারা

৫৪ বছর বয়স হয়ে গেল ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান চার্লস লারার। ১৯৬৯ সালের ২ মে জন্ম হয় এই বাঁ হাতি ব্যাটারের

Bangla

ক্যালিপসোর রঙিন রাজপুত্র -ব্রায়ান লারা

ন'য়ের দশকে বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হিসেবে চিহ্নিত করা হত

Image credits: Getty
Bangla

ক্যালিপসোর রঙিন রাজপুত্র -ব্রায়ান লারা

টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৭৫, কাউন্টি ক্রিকেটে অপরাজিত ৫০১, টেস্টে অপরাজিত ৪০০-সহ অনেক রেকর্ডই লারার দখলে

Image credits: Getty
Bangla

ক্যালিপসোর রঙিন রাজপুত্র -ব্রায়ান লারা

একসময় বলা হত, নিজের দিনে তাঁর চেয়ে ভালো ব্যাটার কেউ নেই। ন'য়ের দশকে সচিন তেন্ডুলকরের সঙ্গে লারার তুলনা করা হত।

Image credits: Getty
Bangla

ক্যালিপসোর রঙিন রাজপুত্র -ব্রায়ান লারা

পরবর্তীকালে সচিন অবশ্য অনেক এগিয়ে যান। কিন্তু মেজাজে থাকলে লারাকে থামানো খুব কঠিন ছিল।

Image credits: Getty
Bangla

ক্যালিপসোর রঙিন রাজপুত্র -ব্রায়ান লারা

১৯৯০ থেকে ২০০৭ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেন লারা। ১৩১ টেস্টে ১১,৯৫৩ রান করেন তিনি।

Image credits: Getty
Bangla

ক্যালিপসোর রঙিন রাজপুত্র -ব্রায়ান লারা

শতরানের সংখ্যা ৩৪। সর্বাধিক স্কোর অপরাজিত ৪০০। রেকর্ডের বরপুত্র ব্রায়ান চার্লস লারা। ক্রিকেটীয় রেকর্ডের সঙ্গে রীতিমতো যিনি করেছেন বন্ধুত্ব

Image credits: Getty
Bangla

ক্যালিপসোর রঙিন রাজপুত্র -ব্রায়ান লারা

ব্রায়ান চার্লস লারা আন্তর্জাতিক ক্যারিয়ার :ম্যাচঃ ৪৩০ টি। রানঃ ২২৩৫৮। সেঞ্চুরিঃ ৫৩ টি। হাফ সেঞ্চুরিঃ ১১১ টি।সর্বোচ্চ রানঃ ৪০০*। ডাবল সেঞ্চুরিঃ ৯ টি। এিপল সেঞ্চুরিঃ ২ টি

Image credits: Getty
Bangla

ক্যালিপসোর রঙিন রাজপুত্র -ব্রায়ান লারা

প্রিন্স অব ত্রিনিদাদ, ব্রায়ান চার্লস লারা-কে এশিয়ানেট নিউজ বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা

Image Credits: Getty