১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বইয়ে জন্ম হয় সচিন তেন্ডুলকরের। সোমবার ৫০ বছর পূর্ণ করলেন ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার। জীবনের ইনিংসে হাফ সেঞ্চুরি করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন সচিন।
এবারের জন্মদিন অন্যান্যবারের তুলনায় আলাদা ছিল। ৫০ বছর পূর্ণ করা উপলক্ষে অনুরাগীদের আবেগ একটু বেশিই ছিল। সেই কারণে এবারের জন্মদিনে বেশি শুভেচ্ছা পেয়েছেন সচিন তেন্ডুলকর।
সোশ্যাল মিডিয়া পোস্টে সচিন লিখেছেন, 'আপনাদের সবার কাছ থেকে এত ভালোবাসা ও স্নেহ পেয়ে আমার হৃদয় পূর্ণ হয়ে গিয়েছে। আমার যে অনুভূতি হয়েছে সেটা প্রকাশ করার মতো ভাষা নেই।'
সোশ্যাল মিডিয়া পোস্টে সচিন তেন্ডুলকর লিখেছেন, 'মাঠে ট্রফি জেতার পাশাপাশি মাঠের বাইরে বন্ধুত্বও জীবনকে বিশেষ করে তোলে।' জন্মদিনে প্রাক্তন সতীর্থদের কাছ থেকেও শুভেচ্ছা পেয়েছেন সচিন।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন সচিন তেন্ডুলকর। এর মধ্যে ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংসও রয়েছে। সেই স্টেডিয়ামের একটি গ্যালারি সচিনের নামে করা হল।
সোমবার সচিন তেন্ডুলকরের জন্মদিন উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের একটি গেটের নামকরণ করা হয়েছে মাস্টার ব্লাস্টার ও প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারার নামে।
গত শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের ম্যাচ চলাকালীন সচিন তেন্ডুলকরের জন্মদিন পালন করার উদ্যোগ নেওয়া হয়। মাঠেই কেক কাটেন মাস্টার ব্লাস্টার।
৫০ বছরের জন্মদিনে মুম্বইয়ে ছিলেন না সচিন তেন্ডুলকর। গত রবিবারই মেয়ে সারা ও স্ত্রী অঞ্জলিকে নিয়ে গোয়া উড়ে যান সচিন। সেখানেই জন্মদিন কাটান মাস্টার ব্লাস্টার।
এবারের আইপিএল-এ প্রথমবার মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন। তিনি ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে খুশি সচিন।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সচিন তেন্ডুলকর। কিন্তু এক দশক পরেও তিনি ক্রিকেটপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়। এখনও তাঁকে দেখলেই গ্যালারিতে আওয়াজ ওঠে 'সচিন-সচিন'।