Bangla

ইংল্যান্ড ক্রিকেটে কার্যত একটি যুগের অবসান হল

দীর্ঘ ক্রিকেট জীবনকে এবার আলভিদা বললেন এই ব্রিটিশ পেসার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন জেমস অ্যান্ডারসন। নিজের ক্রিকেট জীবনের শেষ টেস্টে ৪১ রানের বিনিময়ে নিলেন ৪ উইকেট।

Bangla

৪১ বছর বয়সী অ্যান্ডারসনের বল সামলাতে কার্যত হিমশিম খেল ওয়েস্ট ইন্ডিজ

বলের গতি আগের থেকে হয়ত কিছুটা কমেছে। কিন্তু অভিজ্ঞতা দিয়ে যেন পরীক্ষা নিলেন অ্যান্ডারসন। প্রায় ৭০৪টি টেস্ট উইকেট নিয়ে ক্রিকেটজীবন শেষ করলেন অ্যান্ডারসন।

Image credits: James Anderson - Social Media
Bangla

শেষ টেস্টেও আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি

বিশ্বের প্রথম পেস বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০ হাজার বল করার মাইলফলকও লর্ডসের ঐতিহাসিক মাঠে স্পর্শ করে ফেললেন তিনি।

Image credits: Instagram@jimmya9
Bangla

ম্যাচ শেষের পর অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েন অ্যান্ডারসন

আর সেটাই খুব স্বাভাবিক। চোখের কোণ যেন চিকচিক করে ওঠে তাঁর। গত দুই দশক ধরে বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের শাসন করা অ্যান্ডারসন নিজে যেন অনেকটাই আবেগতাড়িত হয়ে পড়েন।

Image credits: Instagram@jimmya9
Bangla

বারবার তাঁর চোখ চলে যাচ্ছিল লর্ডসের ঐতিহ্যবাহী ক্লাব হাউসের দিকে

যে গ্যালারি তাঁকে ক্রিকেট জীবনের শুরুতে স্বাগত জানিয়েছিল, সেইদিকেই বারবার ফিরে তাকালেন জেমস অ্যান্ডারসন।

Image credits: James Anderson - Social Media
Bangla

বিশ্ব ক্রিকেটে তিনি কার্যত রাজত্ব করেছেন

টেস্টে তাঁর মোট উইকেট সংখ্যা ৭০৪টি। সেইসঙ্গে, আন্তর্জাতিক একদিনের ম্যাচে অ্যান্ডারসনের ঝুলিতে রয়েছে ২৬৯টি উইকেট।

Image credits: James Anderson - Social Media
Bangla

পরিসংখ্যানই যখন তাঁর পরিচয়

প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি নিয়েছেন ১১২৬টি উইকেট। আর টি-২০ ক্রিকেটে তিনি মোট ৫৯টি উইকেট নিয়েছেন।

Image credits: James Anderson - Social Media
Bangla

যোগ্য সম্মানের সঙ্গেই তিনি ক্রিকেটকে বিদায় জানালেন

ম্যাচের পর জেমস অ্যান্ডারসন জানান, “সতীর্থদের সঙ্গে ম্যাচটা উপভোগ করলাম। বহু মানুষ আমাকে অভিনন্দনে এবং শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সত্যিই আমি মুগ্ধ এবং অভিভূত।"

Image credits: James Anderson - Social Media
Bangla

নিঃসন্দেহে অসংখ্য স্মৃতিকে সঙ্গী করেই ২২ গজ থেকে বিদায় নিলেন

অ্যান্ডারসন তাঁর পরিবার, সতীর্থ, কোচ এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে তিনি বলেছেন, “আমার ক্রিকেটজীবন নিয়ে আমি তৃপ্ত।” 

Image credits: Instagram@jimmya9
Bangla

এক ক্রিকেট মহীরুহের অবসর

সবমিলিয়ে, শেষ হল একটি অধ্যায়। দীর্ঘ ক্রিকেট জীবনকে বিদায় জানালেন জেমস অ্যান্ডারসন।

Image credits: Instagram@jimmya9

Virat Kohli: পাঞ্জাবের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং, নতুন নজির বিরাটের

Sachin Tendulkar: কত টাকার মালিক সচিন? জন্মদিনে প্রকাশ্যে এল খতিয়ান

Shoaib Malik: নতুন বিয়েতেও মন ভরছে না! ফের এক অভিনেত্রীতে বুঁদ শোয়েব!

IPL 2024: 'লুঙ্গি', 'দর্জি', 'নুন', ক্রিকেটারদের নাম নিয়ে হাসিঠাট্টা