দীর্ঘ ক্রিকেট জীবনকে এবার আলভিদা বললেন এই ব্রিটিশ পেসার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন জেমস অ্যান্ডারসন। নিজের ক্রিকেট জীবনের শেষ টেস্টে ৪১ রানের বিনিময়ে নিলেন ৪ উইকেট।
বলের গতি আগের থেকে হয়ত কিছুটা কমেছে। কিন্তু অভিজ্ঞতা দিয়ে যেন পরীক্ষা নিলেন অ্যান্ডারসন। প্রায় ৭০৪টি টেস্ট উইকেট নিয়ে ক্রিকেটজীবন শেষ করলেন অ্যান্ডারসন।
বিশ্বের প্রথম পেস বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০ হাজার বল করার মাইলফলকও লর্ডসের ঐতিহাসিক মাঠে স্পর্শ করে ফেললেন তিনি।
আর সেটাই খুব স্বাভাবিক। চোখের কোণ যেন চিকচিক করে ওঠে তাঁর। গত দুই দশক ধরে বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের শাসন করা অ্যান্ডারসন নিজে যেন অনেকটাই আবেগতাড়িত হয়ে পড়েন।
যে গ্যালারি তাঁকে ক্রিকেট জীবনের শুরুতে স্বাগত জানিয়েছিল, সেইদিকেই বারবার ফিরে তাকালেন জেমস অ্যান্ডারসন।
টেস্টে তাঁর মোট উইকেট সংখ্যা ৭০৪টি। সেইসঙ্গে, আন্তর্জাতিক একদিনের ম্যাচে অ্যান্ডারসনের ঝুলিতে রয়েছে ২৬৯টি উইকেট।
প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি নিয়েছেন ১১২৬টি উইকেট। আর টি-২০ ক্রিকেটে তিনি মোট ৫৯টি উইকেট নিয়েছেন।
ম্যাচের পর জেমস অ্যান্ডারসন জানান, “সতীর্থদের সঙ্গে ম্যাচটা উপভোগ করলাম। বহু মানুষ আমাকে অভিনন্দনে এবং শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সত্যিই আমি মুগ্ধ এবং অভিভূত।"
অ্যান্ডারসন তাঁর পরিবার, সতীর্থ, কোচ এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে তিনি বলেছেন, “আমার ক্রিকেটজীবন নিয়ে আমি তৃপ্ত।”
সবমিলিয়ে, শেষ হল একটি অধ্যায়। দীর্ঘ ক্রিকেট জীবনকে বিদায় জানালেন জেমস অ্যান্ডারসন।