বৃহস্পতিবার ধরমশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪৭ বলে ৯২ রানের অসাধারণ ইনিংস খেলেন বিরাট কোহলি। এই ইনিংসের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার।
আইপিএল-এ দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস, এই ৩ প্রতিপক্ষের বিরুদ্ধে ১০০০-এর বেশি রান করেছেন বিরাট কোহলি। এই রেকর্ড অন্য কোনও ব্যাটারের নেই।
আইপিএল-এর ইতিহাসে সফলতম ব্যাটারদের অন্যতম বিরাট কোহলি। চলতি আইপিএল-এও একের পর এক নজির গড়ে চলেছেন এই তারকা ব্যাটার।
এবারই হয়তো শেষ টি-২০ বিশ্বকাপে খেলতে নামছেন বিরাট কোহলি। অবসরের আগে অন্তত একবার টি-২০ বিশ্বকাপ জেতাই এই তারকা ব্যাটারের লক্ষ্য।
পাঞ্জাবের বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলার পর বিরাট কোহলি বলেছেন, ‘আমার এখন বয়স ৩৫ বছর। ৩৬ বছরের দিকে এগোচ্ছি। এই বয়সে আমি বেশি রানের চেয়ে ভালো ইনিংসের উপরেই জোর দিচ্ছি।’
বিরাট কোহলি বলেছেন, ‘আমার খেলার উন্নতি করার চ্যালেঞ্জ রয়েছে। আমি কয়েকটি বিষয়ে আরও উন্নতি করতে চাই।’
বিরাট কোহলি জানিয়েছেন, ‘আমি স্পিনারদের বলে স্লগ-স্যুইপ শট খেলছি। এই শট খেলার জন্য অনুশীলন করিনি, শুধু মানসিক প্রস্তুতি নিয়েছি।’
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বিরাট কোহলির স্ট্রাইক রেট ছিল ১৯৫.৭৪। এই ইনিংসের মাধ্যমে সমালোচনার জবাব দিলেন বিরাট।