স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ, ছেলে অগস্ত্যকে নিয়ে ছুটি কাটাচ্ছেন হার্দিক
Bangla

স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ, ছেলে অগস্ত্যকে নিয়ে ছুটি কাটাচ্ছেন হার্দিক

ভারতীয় ক্রিকেট দলের অন্যান্য সদস্যদের পাশাপাশি টি-২০ দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ছুটি কাটাচ্ছেন। স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ ও ছেলে অগস্ত্যকে নিয়ে ফুকেতে ছুটি কাটাচ্ছেন হার্দিক।

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফুকেত, সেখানেই গিয়েছেন হার্দিকরা
Bangla

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফুকেত, সেখানেই গিয়েছেন হার্দিকরা

থাইল্যান্ডের ফুকেত প্রদেশের রাজধানী ফুকেত শহর। এই শহরটি ফুকেত দ্বীপের মধ্যে। সেখানকার প্রাকৃতিক পরিবেশ মনোরম। ফলে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই দ্বীপ।

Image credits: Instagram
ফুকেত দ্বীপে প্রকৃতির সান্নিধ্যে এসে খুশি হার্দিক ও তাঁর স্ত্রী-সন্তান
Bangla

ফুকেত দ্বীপে প্রকৃতির সান্নিধ্যে এসে খুশি হার্দিক ও তাঁর স্ত্রী-সন্তান

ক্রিকেট থেকে আপাতত কিছুদিন বিরতি। শহরের ইঁট-কাঠের মধ্যে না থেকে সমুদ্র তীরে প্রকৃতির সান্নিধ্যে আসতে পেরে খুশি হার্দিক পান্ডিয়া, নাতাশা স্ট্যানকোভিচ, অগস্ত্য।

Image credits: Instagram
ফুকেতে বিলাসবহুল রিসর্টে ছুটি কাটাচ্ছেন হার্দিক, নাতাশা, অগস্ত্যরা
Bangla

ফুকেতে বিলাসবহুল রিসর্টে ছুটি কাটাচ্ছেন হার্দিক, নাতাশা, অগস্ত্যরা

সোশ্যাল মিডিয়ায় ফুকেতে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন নাতাশা স্ট্যানকোভিচ। সেই ছবিতে দেখা যাচ্ছে, তাঁরা একটি বিলাসবহুল রিসর্টে ছুটি কাটাচ্ছেন।

Image credits: Instagram
Bangla

ছেলে অগস্ত্যর সঙ্গে ফুকেতে স্যুইমিং পুলে মজা করছেন নাতাশা স্ট্যানকোভিচ

হার্দিক পান্ডিয়া, নাতাশা স্ট্যানকোভিচ ও অগস্ত্যর ছুটি কাটানোর ছবি দেখে বোঝা যাচ্ছে, তাঁরা ফুকেতে মজা করছেন।

Image credits: Instagram
Bangla

থাইল্যান্ডে হাতি বিখ্যাত, ফুকেতে হাতির সঙ্গে খেলা করছে অগস্ত্য

থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় হাতি দেখা যায়। পর্যটকরা হাতি দেখার সুযোগ পান। ফুকেতে ছুটি কাটানোর সময় হাতির সঙ্গে খেলা করছে অগস্ত্য।

Image credits: Instagram
Bangla

বাবা হার্দিক পান্ডিয়াকে টানা এতদিন কাছে পায় না অগস্ত্য, ফলে সে খুশি

সারা বছরই ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকেন হার্দিক পান্ডিয়া। ফলে তাঁকে খুব বেশি কাছে পায় না অগস্ত্য। বাবা-মায়ের সঙ্গে ছুটি কাটানোর সুযোগ পেয়ে সে খুশি।

Image credits: Instagram
Bangla

ফুকেতে খাওয়াও বেশ উপাদেয়, নানা পদ উপভোগ করছেন হার্দিক পান্ডিয়ারা

থাইল্যান্ডের খাওয়া-দাওয়া বেশ উপাদেয়। ফুকেতে নানা ধরনের পদ উপভোগ করছেন হার্দিক পান্ডিয়া, নাতাশা স্ট্যানকোভিচ, অগস্ত্য।

Image credits: Instagram
Bangla

আগামী মাসে ভারতীয় দলে ফিরবেন হার্দিক পান্ডিয়া, যাবেন ওয়েস্ট ইন্ডিজে

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয় দল। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। তিনিই টি-২০ দলের নেতৃত্বে থাকবেন।

Image credits: Instagram
Bangla

আইপিএল-এ গুজরাট টাইটানসের বেশিরভাগ ম্যাচেই গ্যালারিতে ছিলেন নাতাশা

হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিয়ের পর থেকেই আইপিএল-এ তাঁর দলের ম্যাচ দেখতে গ্যালারিতে থাকেন নাতাশা স্ট্যানকোভিচ। এবারের আইপিএল-এও গুজরাট টাইটানসের বেশিরভাগ ম্যাচ দেখতে যান নাতাশা।

Image credits: Instagram

রোহিত শর্মার কি অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত? কী বললেন মাইকেল ক্লার্ক?

Virat Kohli: ১ হাজার কোটি টাকা পার করলেন বিরাট, একনজরে মোট সম্পত্তি

সতীর্থরা একসময় বন্ধু ছিল, এখন সবাই সহকর্মী, আক্ষেপ রবিচন্দ্রন অশ্বিনের

বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন, সচিন তেন্ডুলকরের রেকর্ড তাড়া করছেন জো রুট