Bangla

ধর্ষণের অভিযোগে ২০২২-এর অক্টোবরে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ল্যামিছানে

কাঠমাণ্ডুর একটি হোটেলে ১৭ বছরের এক মেয়েকে ধর্ষণ করার অভিযোগে ২০২২-এর অক্টোবরে গ্রেফতার হন নেপালের ক্রিকেটার সন্দীপ ল্যামিছানে। তবে পরে জামিন পেয়ে যান তিনি।

Bangla

সন্দীপ ল্যামিছানে অবশ্য নাবালিকাকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছিলেন

ধর্ষণের অভিযোগ ওঠার পর অবশ্য ফেসবুক পোস্টের মাধ্যমে যাবতীয় অভিযোগ অস্বীকার করেন সন্দীপ ল্যামিছানে। 

Image credits: Instagram
Bangla

গ্রেফতার হওয়ার পর এ বছরের জানুয়ারিতে আদালত থেকে জামিন পেয়ে যান সন্দীপ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর এ বছরের জানুয়ারিতে নেপালের একটি আদালত থেকে জামিনে মুক্তি পান সন্দীপ ল্যামিছানে। তাঁকে নেপালের মুদ্রায় ২০ লক্ষ টাকায় জামিন দেওয়া হয়।

Image credits: Instagram
Bangla

গ্রেফতার হওয়ার পর জাতীয় দল থেকে নির্বাসিত হয়েছিলেন সন্দীপ ল্যামিছানে

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর স্বাভাবিকভাবেই নেপালের জাতীয় দল থেকে নির্বাসিত হন সন্দীপ ল্যামিছানে। তবে এ বছরের ফেব্রুয়ারিতে তাঁকে জাতীয় দলে ফেরানো হয়।

Image credits: Instagram
Bangla

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বয়কটের মুখে পড়তে হয় সন্দীপ ল্যামিছানেকে

নির্বাসন কাটিয়ে জাতীয় দলের হয়ে খেলতে নেমে বয়কটের মুখে পড়েন সন্দীপ ল্যামিছানে। স্কটল্যান্ডের ক্রিকেটাররা তাঁর সঙ্গে করমর্দন করতে রাজি হননি।

Image credits: Instagram
Bangla

শুরুতে সন্দীপ ল্যামিছানের উপর বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল

আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পরেও সন্দীপ ল্যামিছানের বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা ছিল। তবে পরবর্তীকালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

Image credits: Instagram
Bangla

আইপিএল, বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগে খেলেছেন সন্দীপ ল্যামিছানে

২০১৮ থেকে ২০২০ পর্যন্ত আইপিএল-এ দিল্লি ক্যাপিটালস দলে ছিলেন সন্দীপ ল্যামিছানে। এই লেগ-স্পিনার বিগ ব্যাশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগেও খেলেছেন।

Image credits: Instagram
Bangla

বৃহস্পতিবার ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেললেন সন্দীপ

বৃহস্পতিবার ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল নেপাল। এই ম্যাচে প্রথমে ৫০ রান দিয়ে ১ উইকেট নেন সন্দীপ ল্যামিছানে। এরপর তিনি ১ রান করেন।

Image credits: Instagram
Bangla

ওডিআই, টি-২০ ম্যাচ মিলিয়ে ৩২টি ম্যাচে নেপালের নেতৃত্বে ছিলেন সন্দীপ

ওডিআই, টি-২০ মিলিয়ে ৩২টি ম্যাচে নেপালকে নেতৃত্ব দেন সন্দীপ ল্যামিছানে। তবে গ্রেফতার হওয়ার পর অধিনাকত্ব হারাতে হয় তাঁকে।

Image credits: Instagram
Bangla

ওডিআই ও আন্তর্জাতিক টি-২০ মিলিয়ে প্রায় ১৯০ উইকেট নিয়েছেন সন্দীপ

নেপালের হয়ে ওডিআই ম্যাচে ১০০-র বেশি উইকেট নিয়েছেন সন্দীপ ল্যামিছানে। টি-২০ ম্যাচে ৮৫ উইকেট নিয়েছেন এই লেগ-স্পিনার।

Image Credits: Instagram