ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের শুরুতেই দাপট ভারতীয় দলের। প্রথম দিনই জয়ের পথে রোহিত শর্মারা।
ডমিনিকা টেস্ট ম্যাচের প্রথম দিন ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮০।
ডমিনিকায় রোহিত শর্মার সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে প্রথম দিনের শেষে ৪০ রান করে অপরাজিত যশস্বী জয়সোয়াল।
ডমিনিকা টেস্ট ম্যাচের প্রথম দিন ইতিহাস গড়লেন ভারতীয় দলের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটার শিবনারায়ণ চন্দ্রপলের উইকেট নিয়েছিলেন। এবার তাঁর ছেলে ত্যাগনারায়ণ চন্দ্রপলের উইকেটও নিলেন রবিচন্দ্রন অশ্বিন।
সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়ার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন।
বর্তমানে যাঁরা ক্রিকেট খেলছেন তাঁদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক ৩৩ বার ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারত-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচে ৫ বার ৫ উইকেট করে নিয়েছেন হরভজন সিং ও রবিচন্দ্রন অশ্বিন। সর্বাধিক ৬ বার ৫ উইকেট নেওয়ার রেকর্ড ম্যালকম মার্শালের দখলে।
আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত ৭০২ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এর মধ্যে টেস্ট ম্যাচেই তিনি নিয়েছেন ৪৭৯ উইকেট।
ডমিনিকা টেস্ট ম্যাচের প্রথম দিন রবীন্দ্র জাদেজার বলে এক হাতে জারমেইন ব্ল্যাকউডের ক্যাচ নেন মহম্মদ সিরাজ।