বুধবার ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অভিষেক হচ্ছে যশস্বী জয়সোয়ালের।
ডমিনিকায় ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ব্যাটিং ওপেন করতে পারেন যশস্বী জয়সোয়াল।
টেস্ট সিরিজের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখান রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল।
বুধবার টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার আগে তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়ালকে শুভেচ্ছা জানাচ্ছেন জাতীয় দলের সতীর্থরা।
মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন যশস্বী জয়সোয়াল। সেই কারণেই তাঁকে টেস্ট দলে নেওয়া হয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল যশস্বী জয়সোয়ালকে। এবার তিনি খেলার সুযোগ পাচ্ছেন।
টেস্টে অভিষেকের আগে যশস্বী জয়সোয়ালকে বেশি কিছু না ভেবে চাপমুক্ত হয়ে খেলার পরামর্শ ভারতীয় দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের।
রঞ্জি ট্রফি, দলীপ ট্রফিতে ভালো পারফরম্যান্স দেখানোর পর এবার টেস্টেও ভালো ব্যাটিং করবেন যশস্বী জয়সোয়াল, আশাবাদী অজিঙ্কা রাহানে।
এখনও পর্যন্ত ২৬টি ইনিংস খেলে ৮০.২১ গড়ে ১,৮৪৫ রান করেছেন যশস্বী জয়সোয়াল। তাঁর শতরান ৯টি। সর্বাধিক স্কোর ২৬৫।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ২ মরসুমেই রানার্স হয়েছে ভারতীয় দল। বুধবার নতুন মরসুম শুরু করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।