Bangla

সবচেয়ে বেশি টেস্ট, সবচেয়ে বেশি রানের রেকর্ড সচিন তেন্ডুলকরের দখলে

২০০টি টেস্ট ম্যাচ খেলে ১৫,৯২১ রান করেছেন সচিন তেন্ডুলকর। তাঁর চেয়ে বেশি টেস্ট ম্যাচ অন্য কোনও ক্রিকেটার খেলেননি। টেস্টে সচিনের চেয়ে বেশি রানও কোনও ব্যাটারের নেই।

Bangla

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ডও সচিন তেন্ডুলকরের দখলে

টেস্টে ৫১টি এবং ওডিআই ম্যাচে ৪৯টি শতরান করেছেন সচিন তেন্ডুলকর। তিনিই একমাত্র ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান করার রেকর্ড গড়েছেন। এই রেকর্ড এখনও অটুট।

Image credits: Facebook
Bangla

আন্তর্জাতিক কেরিয়ারে সবচেয়ে বেশিবার ন'য়ের ঘরে আউট হয়ে গিয়েছেন সচিন

টেস্ট ম্যাচে ১০ বার ৯০ থেকে ৯৯ রানের মধ্যে আউট হয়ে গিয়েছেন সচিন তেন্ডুলকর। এই রেকর্ডও অন্য কোনও ব্যাটারের নেই। এতবার ন'য়ের ঘরে আউট না হলে টেস্টে সচিনের শতরান বাড়ত।

Image credits: Facebook
Bangla

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বাউন্ডারি মারার রেকর্ডও সচিনের

টেস্ট ক্রিকেটে ২,০৫৮টি বাউন্ডারি মেরেছেন সচিন তেন্ডুলকর। এই রেকর্ড অন্য কোনও ব্যাটারের নেই। সচিনই টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি বাউন্ডারি মেরেছেন।

Image credits: Facebook
Bangla

প্রথম পুরুষ ব্যাটার হিসেবে ওডিআই ম্যাচে দ্বিশতরানের রেকর্ড গড়েন সচিন

পুরুষদের ওডিআই ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে দ্বিশতরান করেন সচিন তেন্ডুলকর। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০ রান করেন সচিন।

Image credits: Facebook
Bangla

টেস্টে প্রথম ক্রিকেটার হিসেবে ৫,০০০ রান, ৫০ ক্যাচ সচিন তেন্ডুলকরের

প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ম্যাচে ৫,০০০ রান করার পাশাপাশি ৫০টি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েন সচিন। পরবর্তীকালে তিনি আরও ১০,০০০ রান করেন এবং আরও অনেক ক্যাচ নেন।

Image credits: Facebook
Bangla

টেস্ট ক্রিকেটে দ্রুততম ১৫,০০০ রানের রেকর্ড সচিন তেন্ডুলকরের দখলে

টেস্ট ক্রিকেটে ৩০০ ইনিংস খেলেই ১৫,০০০ রান পূর্ণ করেন সচিন তেন্ডুলকর। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই দ্রুততম ১৫,০০০ রান পূর্ণ করেন। এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেননি।

Image credits: Facebook
Bangla

সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার পাশাপাশি সবচেয়ে বেশিদিন ধরে খেলেছেন সচিন

২২ বছর ৯১ দিন ধরে টেস্ট ক্রিকেট খেলেছেন সচিন তেন্ডুলকর। তাঁর মতো এত বছর ধরে টেস্ট ম্যাচ খেলার রেকর্ড অন্য কোনও ক্রিকেটারের নেই।

Image credits: Facebook
Bangla

ওডিআই ফর্ম্যাটে এক বছরের মধ্যে সবচেয়ে বেশি রানের রেকর্ড সচিনের

১৯৯৮ সালে ওডিআই ফর্ম্যাটে ১,৮৯৪ রান করেন সচিন তেন্ডুলকর। এটাই এক বছরের মধ্যে ওডিআই ফর্ম্যাটে কোনও ব্যাটারের সবচেয়ে বেশি রান। এই রেকর্ড এখনও সচিনের দখলে।

Image credits: Facebook
Bangla

ওডিআই ফর্ম্যাটে এক বছরে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড সচিন তেন্ডুলকরের

১৯৯৮ সালে ওডিআই ফর্ম্যাটে ৯টি শতরান করেন সচিন তেন্ডুলকর। এক বছরের মধ্যে ওডিআই ফর্ম্যাটে এতগুলি শতরান অন্য কোনও ব্যাটারের নেই। এক্ষেত্রেও সবার আগে সচিন।

Image credits: Facebook

IPL 2023: টি-২০ ফর্ম্যাটে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধোনির

IPL 2023: আইপিএল-এ প্রথম উইকেট, জন্মদিনের আগেই সচিনকে উপহার অর্জুনের

IPL 2023: চলতি আইপিএল-এ অধিনায়কদের মধ্যে সবচেয়ে ধনী কারা? দেখুন তালিকা

মুথাইয়া মুরলীধরনের বায়োপিকে অভিনয় করছেন মধুর মিত্তল, প্রকাশ্যে পোস্টার