২০০৮ সালে প্রথম আইপিএল থেকেই প্লে-অফে খেলা অভ্যাসে পরিণত করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এবারও প্লে-অফে পৌঁছে গেলেন ধোনিরা। তাঁরাই সবচেয়ে বেশিবার প্লে-অফে খেলছেন।
মাঝে সাসপেন্ড থাকার সময়টা বাদ দিয়ে এবার নিয়ে ১৪ বার আইপিএল-এ খেলছে চেন্নাই সুপার কিংস। এর মধ্যে ১২ বারই প্লে-অফের যোগ্যতা অর্জন করল মহেন্দ্র সিং ধোনির দল।
শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে সহজেই ৭৭ রানে হারিয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করল চেন্নাই সুপার কিংস। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে মহেন্দ্র সিং ধোনিরা।
শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ বলে ২০ রান করে অপরাজিত থাকার পর ১ উইকেটও নেন রবীন্দ্র জাদেজা। দলের জয়ে তাঁর বড় অবদান থাকল।
এবারের আইপিএল-এ খুব খারাপ পারফরম্যান্স দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ-র। শনিবারও ৭ বলে ৫ রান করেই আউট হয়ে গেলেন তিনি।
এবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখালেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শনিবারও ব্যাট হাতে একাই লড়াই করলেন তিনি। বাকিরা কেউই সঙ্গ দিতে পারলেন না।
অধিনায়ক ডেভিড ওয়ার্নারের অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন অ্যানরিক নর্খিয়ে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব। কিন্তু সামগ্রিকভাবে ভালো খেলতে পারল না দল।
হাঁটুর চোট নিয়েই এবারের আইপিএল-এ খেলছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। খুব বেশি ব্যাটিং না করলেও, ভালো উইকেটকিপিং করছেন তিনি।
আগামী মঙ্গলবার, ২৩ মে ঘরের মাঠে গুজরাট টাইটানসের বিরুদ্ধে কোয়ালিফায়ার ১ খেলবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ জিতলেই ফের আইপিএল ফাইনালে পৌঁছে যাবেন মহেন্দ্র সিং ধোনিরা।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এখনও পর্যন্ত ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। পঞ্চমবার চ্যাম্পিয়ন হওয়াই ধোনিদের লক্ষ্য।