শুক্রবার আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে গুজরাট টাইটানসের হয়ে খেলতে নেমেছেন সূর্যকুমার যাদব। এই ম্যাচে তিনি একটি ব্যক্তিগত নজির গড়তে চান।
আইপিএল-এ অনেকদিন ধরে খেললেও, এখনও পর্যন্ত কোনও মরসুমেই ৬০০ রান করতে পারেননি সূর্যকুমার যাদব। এবার তিনি ১৫ ম্যাচ খেলে ৫৪৪ রান করেছেন। ফলে ৬০০ রান করার সুযোগ রয়েছে।
এবারই আইপিএল কেরিয়ারে প্রথম শতরান করেছেন সূর্যকুমার যাদব। মুম্বই ইন্ডিয়ানসকে ষষ্ঠবার খেতাব জেতানোই এই তারকা ব্যাটারের লক্ষ্য। সেই লক্ষ্যেই খেলছেন তিনি।
এবারের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন সূর্যকুমার যাদবই। দ্বিতীয় কোয়ালিফায়ারে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে ফাইনালে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।
এবারের আইপিএল-এ সূর্যকুমার যাদবের স্ট্রাইক রেট ১৮৩.৭৮। এই তারকা ব্যাটারের গড় ৪১.৮৫। দ্বিতীয় কোয়ালিফায়ারেও ভালো ফর্ম অব্যাহত রাখার লক্ষ্যে সূর্যকুমার।
টি-২০ ফর্ম্যাটে এখন ভারতীয় দলের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া। তিনি গুজরাট টাইটানসেরও অধিনায়ক। শুক্রবার হার্দিকের বিরুদ্ধেই লড়াই সূর্যকুমার যাদবের।
আইপিএল-এ এখনও পর্যন্ত ১৩৮ ম্যাচ খেলে সূর্যকুমার যাদবের মোট রান ৩,১৮৮। শুক্রবার রানসংখ্যা বাড়ানোর লক্ষ্যে মুম্বই ইন্ডিয়ানসের তারকা ব্যাটার।
এখনও পর্যন্ত ৬ বার আইপিএল ফাইনাল খেলে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ানস। শুক্রবার গুজরাট টাইটানসকে হারিয়ে সপ্তমবার ফাইনালে ওঠাই সূর্যকুমার যাদবদের লক্ষ্য।
শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসকে হারিয়ে দিতে পারলে ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ানস।
৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনিদের হারিয়ে ষষ্ঠবার আইপিএল চ্যাম্পিয়ন হতে পারলে অনেকটা এগিয়ে যাবে মুম্বই ইন্ডিয়ানস।