মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে এম এ চিদম্বরম স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল-এর কোয়ালিফায়ার ১ খেলতে নামছেন মহেন্দ্র সিং ধোনি।
২০২২-এর আইপিএল-এ প্রথমবার যোগ দেয় নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানস। এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস-গুজরাট টাইটানস লড়াই হয়। সেই ম্যাচে জয় পায় গুজরাট।
চলতি আইপিএল-এ অসাধারণ ফর্মে গুজরাট টাইটানসের তরুণ ওপেনার শুবমান গিল। পরপর ২ ম্যাচে শতরান করার পর কোয়ালিফায়ার ১-এও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি শুবমান।
আইপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত ৩ বার মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস। ৩টি ম্যাচেই জয় পেয়েছে গুজরাট টাইটানস। ফলে মানসিকভাবে এগিয়ে থেকেই খেলতে নামছে গুজরাট।
ভারতীয় দল হোক বা চেন্নাই সুপার কিংস, গুরুত্বপূর্ণ ম্যাচে বারবার মহেন্দ্র সিং ধোনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যা বিপক্ষ দলকে চমকে দিয়েছে। অধিনায়কের এই রেকর্ডই সিএসকে-র ভরসা।
২০২২-এর আইপিএল-এ হোম-অ্যাওয়ে ভিত্তিতে হয়নি। এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ হয় আমেদাবাদে। ফলে মঙ্গলবারই চিপকে প্রথমবার মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস।
এবারের আইপিএল-এ গুজরাট টাইটানসের হয়ে অন্যতম সেরা পারফরম্যান্স বিজয় শঙ্করের। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও দুর্দান্ত ব্যাটিং করেন এই অলরাউন্ডার।
এবারের আইপিএল-এ গুজরাট টাইটানসের অন্যতম ভরসা আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান। কোয়ালিফায়ার ১-এও তাঁর উপর ভরসা করছে দল।
আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ৩ ম্যাচে যে ফল হয়েছে, মঙ্গলবার সেটারই পুনরাবৃত্তি চাইছেন গুজরাট টাইটানসের সদস্যরা। তাঁরা ফের জয় পেতে তৈরি।
আইপিএল-এর সফলতম ২ দল মুম্বই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের পরপর ২ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে। এবার সেই নজির গড়তে মরিয়া গুজরাট টাইটানস।