আইপিএল-এ ৮০০ রানের গণ্ডি পেরিয়ে গেলেন গুজরাট টাইটানসের ব্যাটার শুবমান গিল। আইপিএল-এর ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে এই নজির গড়লেন তিনি
Cricket May 27 2023
Author: Web Desk - ANB Image Credits:Getty
Bangla
IPL 2023 -এ শুবমান গিল
চলতি আইপিএল-এ অসাধারণ ফর্মে শুবমান গিল। শুক্রবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে শতরান করার মাধ্যমে এবারের আইপিএল-এ তৃতীয় শতরান করে ফেললেন তিনি
Image credits: Getty
Bangla
বিরাট কোহলির নজির স্পর্শের সুযোগ
২০১৬ সালের আইপিএল-এ ৪টি শতরান করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার বিরাট কোহলি। বিরাটের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন শুবমান।
Image credits: Getty
Bangla
সবচেয়ে কম বয়সে IPL প্লে-অফে শতরান
শুবমান গিলের আগে আইপিএল-এর প্লে-অফে শতরান করার নজির গড়েন মুরলী বিজয়, বীরেন্দ্র সেহবাগ, ঋদ্ধিমান সাহা, শেন ওয়াটসন, জস বাটলার ও রজত পতিদার। তবে সবচেয়ে কমবয়সে শতরান করলেন শুবমান
Image credits: Getty
Bangla
প্লে-অফ ম্যাচে সর্বাধিক স্কোর
শুক্রবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে শুবমান গিলের ১২৯ রানই আইপিএল-এর ইতিহাসে প্লে-অফ ম্যাচে কোনও ব্যাটারের সর্বাধিক স্কোর। এর আগে প্লে-অফে সর্বাধিক ১২২ রান ছিল বীরেন্দ্র সেহবাগের
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে শতরান করেছেন শুবমান গিল। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল, এই মাঠে তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন
Image credits: Getty
Bangla
চ্যাম্পিয়নের লক্ষ্যে শুবমান গিল
রবিবার আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করাই শুবমান গিলের লক্ষ্য