ব্রিটেনে অস্ত্রোপচার হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার রজত পতিদারের। সোশ্যাল মিডিয়া পোস্টে নিজেই সে কথা জানিয়েছেন রজত। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে।
সোশ্যাল মিডিয়া পোস্টে রজত পতিদার লিখেছেন, ‘আমার পাশে যাঁরা আছেন তাঁদের সবাইকে জানাতে চাই, আমার অস্ত্রোপচার হয়েছে। এই অস্ত্রোপচার ভালোভাবেই হয়েছে। আমি এখন সুস্থ হয়ে ওঠার পথে।’
সোশ্যাল মিডিয়ায় রজত পতিদার লিখেছেন, 'মাঠে ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছি না। মাঠে নেমে যেটা করতে সবচেয়ে ভালোবাসি সেটাই করতে চাই। প্রার্থনা ও শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ।'
এবারের আইপিএল শুরু হওয়ার আগেই চোট পান রজত পতিদার। সেই কারণে তাঁর পক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়া সম্ভব হয়নি।
২০২২-এর আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান রজত পতিদার। তিনি প্লে-অফ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১১২ রান করে অপরাজিত থাকেন।
২০২২-এর আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাত্র ৮টি ম্যাচে খেলার সুযোগ পান রজত পতিদার। তাতেই তিনি দলের তৃতীয় সর্বাধিক স্কোরার হয়ে যান। ব্যাটিং গড় ছিল ৫৫-এর বেশি।
আইপিএল শুরু হওয়ার আগে চোট পাওয়ায় ফিট হয়ে ওঠার লক্ষ্যে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যান রজত পতিদার। কিন্তু তাঁর পক্ষে ফিট হয়ে ওঠা সম্ভব হয়নি।
২০২২-এর আইপিএল-এর মাঝপথে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান রজত পতিদার। ৮ ম্যাচ খেলে ৩৩৩ রান করেন এই ব্যাটার।
রজত পতিদার চোট পেয়ে এবারের আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর তাঁর পরিবর্ত হিসেবে কর্ণাটকের সিমার বিশাক বিজয়কুমারকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
চোটের জন্য রজত পতিদারের পাশাপাশি এবারের আইপিএল-এ খেলতে পারছেন না রিসি টপলি। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ বাঁ হাতি পেসার ওয়েন পার্নেলকে দলে নিয়েছে আরসিবি।