Bangla

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার রজত পতিদারের অস্ত্রোপচার

ব্রিটেনে অস্ত্রোপচার হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার রজত পতিদারের। সোশ্যাল মিডিয়া পোস্টে নিজেই সে কথা জানিয়েছেন রজত। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে।

Bangla

অস্ত্রোপচারের পর যত দ্রুত সম্ভব ফিট হয়ে মাঠে ফিরবেন, আশায় রজত পতিদার

সোশ্যাল মিডিয়া পোস্টে রজত পতিদার লিখেছেন, ‘আমার পাশে যাঁরা আছেন তাঁদের সবাইকে জানাতে চাই, আমার অস্ত্রোপচার হয়েছে। এই অস্ত্রোপচার ভালোভাবেই হয়েছে। আমি এখন সুস্থ হয়ে ওঠার পথে।’

Image credits: Instagram
Bangla

মাঠে ফেরার জন্য অপেক্ষা করছেন, সোশ্যাল মিডিয়ায় জানালেন রজত পতিদার

সোশ্যাল মিডিয়ায় রজত পতিদার লিখেছেন, 'মাঠে ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছি না। মাঠে নেমে যেটা করতে সবচেয়ে ভালোবাসি সেটাই করতে চাই। প্রার্থনা ও শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ।' 

Image credits: Instagram
Bangla

চোটের জন্য এবারের আইপিএল-এ আরসিবি-র প্রস্তুতি শিবিরেই যোগ দেননি রজত

এবারের আইপিএল শুরু হওয়ার আগেই চোট পান রজত পতিদার। সেই কারণে তাঁর পক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়া সম্ভব হয়নি।

Image credits: Instagram
Bangla

২০২২-এর আইপিএল-এ আরসিবি-র হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল রজত পতিদারের

২০২২-এর আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান রজত পতিদার। তিনি প্লে-অফ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১১২ রান করে অপরাজিত থাকেন।

Image credits: Instagram
Bangla

২০২২-এর আইপিএল-এর আরসিবি-র হয়ে মাত্র ৮টি ম্যাচ খেলেই নজর কাড়েন রজত

২০২২-এর আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাত্র ৮টি ম্যাচে খেলার সুযোগ পান রজত পতিদার। তাতেই তিনি দলের তৃতীয় সর্বাধিক স্কোরার হয়ে যান। ব্যাটিং গড় ছিল ৫৫-এর বেশি।

Image credits: Instagram
Bangla

চোট পেয়ে রিহ্যাবের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যান রজত পতিদার

আইপিএল শুরু হওয়ার আগে চোট পাওয়ায় ফিট হয়ে ওঠার লক্ষ্যে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যান রজত পতিদার। কিন্তু তাঁর পক্ষে ফিট হয়ে ওঠা সম্ভব হয়নি।

Image credits: Instagram
Bangla

২০২২-এর আইপিএল-এর মাঝপথে আরসিবি-তে যোগ দিয়ে ভালো পারফরম্যান্স রজতের

২০২২-এর আইপিএল-এর মাঝপথে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান রজত পতিদার। ৮ ম্যাচ খেলে ৩৩৩ রান করেন এই ব্যাটার।

Image credits: Instagram
Bangla

রজত পতিদার ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসেবে কোনও ব্যাটারকে নেয়নি আরসিবি

রজত পতিদার চোট পেয়ে এবারের আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর তাঁর পরিবর্ত হিসেবে কর্ণাটকের সিমার বিশাক বিজয়কুমারকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

Image credits: Instagram
Bangla

চোটের জন্য রজত পতিদারের পাশাপাশি আইপিএল থেকে ছিটকে যান রিসি টপলিও

চোটের জন্য রজত পতিদারের পাশাপাশি এবারের আইপিএল-এ খেলতে পারছেন না রিসি টপলি। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ বাঁ হাতি পেসার ওয়েন পার্নেলকে দলে নিয়েছে আরসিবি।

Image credits: Instagram

IPL 2023: আইপিএল-এ ভারতীয়দের মধ্যে সর্বাধিক স্কোর কাদের? রইল তালিকা

ব্রায়ান লারা- ক্যারিবিয়ান ক্রিকেটের রূপকথার রাজপুত্র

Wrestlers Protest: ক্রমশঃ রাজনীতির মঞ্চ হয়ে উঠছে কুস্তিগীরদের আন্দোলন!

Rohit Sharma Birthday: রিতিকার পোস্ট নকল করে রোহিতকে শুভেচ্ছা চাহালের