পাঞ্জাব কিংসের হয়ে খেলার সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৬৯ বলে ১৩২ রান করে অপরাজিত ছিলেন কে এল রাহুল। এটাই আইপিএল-এ ভারতীয়দের মধ্যে সর্বাধিক স্কোর।
২০১৮ সালের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৩ বলে ১২৮ রান করেন ঋষভ পন্থ। তাঁর এই ইনিংস আইপিএল-এ ভারতীয় ব্যাটারদের মধ্যে অন্যতম সেরা।
২০১০ সালের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫৬ বলে ১২৭ রান করেন মুরলী বিজয়। আইপিএল-এর ইতিহাসে অন্যতম বিস্ফোরক ইনিংস খেলেন তিনি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৬২ বলে ১২৪ রানের অসাধারণ ইনিংস খেলেছেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। কিন্তু তাঁর দল সেই ম্যাচে জিততে পারেনি।
আইপিএল-এ ভারতের প্রাক্তন তারকা ব্যাটার বীরেন্দ্র সেহবাগের সর্বাধিক স্কোর ৫৮ বলে ১২২। ২০১৪ সালের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই স্কোর করেন তিনি।
২০১১ সালের আইপিএল-এ মোহালিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ৬৩ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন পল ভালথাটি।
আইপিএল-এ সঞ্জু স্যামসনের সর্বাধিক স্কোর ৬৩ বলে ১১৯ রান। ২০২১ সালের আইপিএল-এ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই স্কোর করেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক।
২০১৪ সালের আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৫ বলে ১১৫ রান করে অপরাজিত ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা।
২০০৯ সালের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সময় ডেকান চার্জার্সের বিরুদ্ধে ৭৩ বলে ১১৪ রান করে অপরাজিত ছিলেন মণীশ পাণ্ডে।
আইপিএল-এ বিরাট কোহলির সর্বাধিক স্কোর ১১৩। ২০১৬ সালের আইপিএল-এর কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৫০ বলে ১১৩ রান করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার বিরাট।