সোমবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-লখনউ সুপার জায়ান্টস ম্যাচে গ্যালারিতে ছিলেন বিরাচ কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা।
বিরাট কোহলির সঙ্গে বিয়ের আগে থাকতেই জাতীয় দল বা আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ দেখতে হাজির থাকেন অনুষ্কা শর্মা। বিয়ের পরেও স্টেডিয়ামে দেখা যায় অনুষ্কাকে।
আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় চিয়ারলিডার বলে অভিহিত করা হয় অনুষ্কা শর্মাকে। তাঁকে সৌভাগ্যের প্রতীকও বলা হয়। কিন্তু সোমবার হেরে গেল আরসিবি।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪৪ বলে ৬১ রান করেন বিরাট কোহলি। তিনি ৪টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। এই ইনিংস দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুষ্কা শর্মা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-লখনউ সুপার জায়ান্টস ম্যাচের শেষদিকে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। বারবার বদলে যাচ্ছিল ম্যাচের রং। তারই সঙ্গে অনুষ্কা শর্মার অভিব্যক্তিও বদলে যাচ্ছিল।
২১২ রান করেও যেভাবে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তাতে হতাশ বিরাট কোহলি। হতাশ হয়ে মাঠ ছাড়তে হল তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকেও।
বিরাট কোহলির সঙ্গে সম্পর্কের কারণেই হয়তো অনুষ্কা শর্মার অত্যন্ত প্রিয় ক্রিকেট। খেলার প্রতি অনুষ্কার যেমন আবেগ রয়েছে, তেমনই তিনি খেলার খুঁটিনাটি বিষয়গুলি বোঝেন।
গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেন বিরাট কোহলি। সেই ইনিংস দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুষ্কা শর্মা। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে বিরাটের প্রশংসা করেন।
ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বিখ্যাত দম্পতির অন্যতম বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় এই দম্পতি। তাঁদের নিয়ে সবসময়ই আলোচনা চলে, নানা মিমও দেখা যায়।
ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন পেসার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। কিছুদিনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি।