২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। বৃহস্পতিবার সেই জয়ের ২১ বছর পূর্ণ হল।
সোশ্যাল মিডিয়ায় যুবরাজ সিং লিখেছেন, ‘লর্ডসে এই সুন্দর ও স্মরণীয় দিনের কথা মনে পড়ছে। ত্রিবর্ণরঞ্জিত পতাকা যাতে গর্বের সঙ্গে উঁচুতে উড়তে থাকে, সেটা নিশ্চিত করেছিলাম আমরা।’
সোশ্যাল মিডিয়ায় যুবরাজ সিং লিখেছেন, 'এই লড়াইকে ন্যাটওয়েস্টের বদলে ন্যাটেস্ট বলা উচিত ছিল। কারণ, আমাদের অনেকরকম পরীক্ষা দিতে হয়েছিল।'
প্রাক্তন সতীর্থ মহম্মদ কাইফের প্রশংসা করে যুবরাজ সিং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমার সতীর্থদের, বিশেষ করে আমার ভাই মহম্মদ কাইফের চেষ্টা ছাড়া আমাদের জয় সম্ভব হত না।'
সোশ্যাল মিডিয়ায় ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালের একাধিক ছবি শেয়ার করে মহম্মদ কাইফ লিখেছেন, 'মা ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনাল লাইভ দেখতে পারেননি। তিনি পরে অনেকবার এই ম্যাচ দেখেছেন।'
ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই অবস্থা থেকে দলকে জয় এনে দেন যুবরাজ সিং ও মহম্মদ কাইফ।
ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালে ৬৯ রান করেন যুবরাজ সিং। ৮৭ রান করে অপরাজিত থাকেন মহম্মদ কাইফ।
ভারতের ওপেনার সৌরভ গঙ্গোপাধ্যায় ৪৩ বলে ৬০ রান করেন। ৪৯ বলে ৪৫ রান করেন অপর ওপেনার বীরেন্দ্র সেহবাগ।
ভারতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 'আমি বিশ্বাস করতে পারিনি এই ম্যাচে জয় পাব। কিন্তু যুবরাজ সিং ও মহম্মদ কাইফ অবিশ্বাস্য জয় এনে দেয়।'
ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পর লর্ডসের ব্যালকনিতে জার্সি উড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় যুবরাজ সিংয়ের প্রশংসা করেছেন।