Bangla

২০০২ সালের ১৩ জুলাই লর্ডসে ভারতীয় দলের স্মরণীয় জয়ের ২১ বছর পূর্তি

২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। বৃহস্পতিবার সেই জয়ের ২১ বছর পূর্ণ হল।

Bangla

ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালের কথা মনে করে নস্ট্যালজিক হয়ে পড়েছেন যুবরাজ

সোশ্যাল মিডিয়ায় যুবরাজ সিং লিখেছেন, ‘লর্ডসে এই সুন্দর ও স্মরণীয় দিনের কথা মনে পড়ছে। ত্রিবর্ণরঞ্জিত পতাকা যাতে গর্বের সঙ্গে উঁচুতে উড়তে থাকে, সেটা নিশ্চিত করেছিলাম আমরা।’

Image credits: Instagram
Bangla

ন্যাটওয়েস্ট ট্রফি জেতার ২১ বছর পর এই সিরিজের নতুন নামকরণ করলেন যুবরাজ

সোশ্যাল মিডিয়ায় যুবরাজ সিং লিখেছেন, 'এই লড়াইকে ন্যাটওয়েস্টের বদলে ন্যাটেস্ট বলা উচিত ছিল। কারণ, আমাদের অনেকরকম পরীক্ষা দিতে হয়েছিল।' 

Image credits: Instagram
Bangla

ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের কৃতিত্ব প্রাক্তন সতীর্থ কাইফকে দিচ্ছেন যুবরাজ

প্রাক্তন সতীর্থ মহম্মদ কাইফের প্রশংসা করে যুবরাজ সিং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমার সতীর্থদের, বিশেষ করে আমার ভাই মহম্মদ কাইফের চেষ্টা ছাড়া আমাদের জয় সম্ভব হত না।' 

Image credits: Instagram
Bangla

বাবা-মায়ের সঙ্গে বসে ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনাল দেখলেন মহম্মদ কাইফ

সোশ্যাল মিডিয়ায় ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালের একাধিক ছবি শেয়ার করে মহম্মদ কাইফ লিখেছেন, 'মা ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনাল লাইভ দেখতে পারেননি। তিনি পরে অনেকবার এই ম্যাচ দেখেছেন।'

Image credits: Instagram
Bangla

ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালে নিশ্চিত হারের মুখ থেকে ভারতকে বাঁচান যুবরাজ

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই অবস্থা থেকে দলকে জয় এনে দেন যুবরাজ সিং ও মহম্মদ কাইফ।

Image credits: Instagram
Bangla

মহম্মদ কাইফের সঙ্গে ১২০ রানের পার্টনারশিপ গড়ে জয় এনে দেন যুবরাজ সিং

ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালে ৬৯ রান করেন যুবরাজ সিং। ৮৭ রান করে অপরাজিত থাকেন মহম্মদ কাইফ।

Image credits: Instagram
Bangla

সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেহবাগও অসাধারণ পারফরম্যান্স দেখান

ভারতের ওপেনার সৌরভ গঙ্গোপাধ্যায় ৪৩ বলে ৬০ রান করেন। ৪৯ বলে ৪৫ রান করেন অপর ওপেনার বীরেন্দ্র সেহবাগ।

Image credits: Instagram
Bangla

ওডিআই ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনাল

ভারতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 'আমি বিশ্বাস করতে পারিনি এই ম্যাচে জয় পাব। কিন্তু যুবরাজ সিং ও মহম্মদ কাইফ অবিশ্বাস্য জয় এনে দেয়।'

Image credits: Instagram
Bangla

ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালের নায়ক যুবরাজের প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়

ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পর লর্ডসের ব্যালকনিতে জার্সি উড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় যুবরাজ সিংয়ের প্রশংসা করেছেন।

Image credits: Instagram

বাবার পর শিকার ছেলেও, আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের নজির অশ্বিনের

'চাপমুক্ত হয়ে খেলো', টেস্টে অভিষেকের আগে যশস্বীকে পরামর্শ রাহানের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কপিল, কুম্বলেকে ছাপিয়ে যাওয়ার পথে জাদেজা

ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলে নেই, লন্ডনে ছুটি কাটাচ্ছেন মহম্মদ সামি