সম্প্রতি অসাধারণ ফর্মে ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল-এও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা। ওভালেও বড় রান করতে তৈরি বিরাট।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি দলের অন্যতম ভরসা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে নামার আগে কয়েকটি বিষয় ভারতের পক্ষে। ফলে জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় দল।
বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের পেসার মহম্মদ সিরাজ। ফের স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের চাপে ফেলতে তৈরি এই পেসার।
ভারতীয় দলের পেস বোলিং বিভাগের অন্যতম অভিজ্ঞ সদস্য মহম্মদ সামি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি এই পেসার।
দ্য ওভালে ভারতীয় দল যখন শেষবার খেলতে নেমেছিল, সেই ম্যাচে বড় ব্যবধানে জয় এসেছিল। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে নামার আগে রোহিত শর্মার দলের আত্মবিশ্বাস তুঙ্গে।
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তৈরি অশ্বিন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অতীতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের দুই অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তাঁরা ভারতের ভরসা।
অসাধারণ ফর্মে ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। আইপিএল-এও দুর্দান্ত ফর্মে ছিলেন এই ব্যাটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অতীতে অনেক রান করেছেন বিরাট। এবারও বড় রান করতে মরিয়া বিরাট।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত ৪টি টেস্ট সিরিজে জয় পেয়েছে ভারতীয় দল। পরপর ২ বার অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এই রেকর্ড ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।