এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেট শাসন করছেন বিরাট কোহলি ও স্টিভ স্মিথ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ফের এই দুই ব্যাটারের লড়াই দেখা যাবে।
বিরাট কোহলি ও স্টিভ স্মিথ দু'জনেই এখনও পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে ১৬টি করে টেস্ট ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডে টেস্ট ম্যাচে সাফল্যও পেয়েছেন এই দুই ব্যাটার।
ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত ৩১ ইনিংসে ১,০৩৩ রান করেছেন বিরাট কোহলি। ৩০ ইনিংসে ১,৭২৭ রান করেছেন স্টিভ স্মিথ। ফলে এক্ষেত্রে বিরাটের চেয়ে এগিয়ে স্মিথ।
ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচে বিরাট কোহলির ব্যাটিংয়ের গড় ৩৩.৩৩। ইংল্যান্ডে টেস্ট ম্যাচে স্টিভ স্মিথের ব্যাটিংয়ের গড় ৫৯.৫৫।
ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত ২টি শতরান করেছেন বিরাট কোহলি। ইংল্যান্ডে টেস্ট ম্যাচে স্টিভ স্মিথের শতরান ৬টি।
ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত ৫ বার অর্ধশতরান করেছেন বিরাট কোহলি। সেখানে ৭ বার অর্ধশতরান করেছেন স্টিভ স্মিথ।
টেস্টে এখনও পর্যন্ত ১০৮ ম্যাচ খেলে ৮,৪১৬ রান করেছেন বিরাট কোহলি। স্টিভ স্মিথ এখনও পর্যন্ত ৯৬টি টেস্ট ম্যাচ খেলে ৮,৭৯২ রান করেছেন।
টেস্টে এখনও পর্যন্ত ২৮টি শতরান করেছেন বিরাট কোহলি। সেখানে ৩০টি শতরান করেছেন স্টিভ স্মিথ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শতরান করতে মরিয়া বিরাট।