মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় দল। তারপর থেকে গত এক দশকে আর কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেননি বিরাট কোহলি, রোহিত শর্মারা।
অধিনায়ক হিসেবে প্রথমবার ভারতীয় দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতানোর সুযোগ রোহিত শর্মার সামনে। অস্ট্রেলিয়াকে হারাতে পারলে এক দশক পর আইসিসি টুর্নামেন্ট জিতবে ভারতীয় দল।
২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে এখনও পর্যন্ত সব ফর্ম্যাট মিলিয়ে ৮টি আইসিসি টুর্নামেন্ট খেলেছে ভারতীয় দল। তার মধ্যে কোনও টুর্নামেন্টেই সাফল্য আসেনি।
২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ হয় বাংলাদেশে। সেই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্স হতে হয় রোহিত শর্মা, বিরাট কোহলিদের।
২০১১ সালে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৫ সালে ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল ভারতীয় দল। কিন্তু সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিতে হয় মহেন্দ্র সিং ধোনিদের।
২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ভারতীয় দল। ইডেন গার্ডেন্সে সেবারের টি-২০ বিশ্বকাপ ফাইনাল হয়। চ্যাম্পিয়ন হয় ক্যারিবিয়ানরা।
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। কিন্তু ব্যাটিং ব্যর্থতার জেরে হেরে যান বিরাট কোহলিরা। বড় ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
২০১৯ সালে ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারতীয় দল। সেটাই হয়ে যায় মহেন্দ্র সিং ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ।
২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারতীয় দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার নজির গড়েন কেন উইলিয়ামসনরা।
২০২১ সালে বিরাট কোহলির নেতৃত্বে শেষবার খেলতে নেমে টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নেয় ভারতীয় দল। ২০২২ সালে রোহিত শর্মার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে হেরে যায় ভারত।