ভিনশ ফোগটের পাশে হরিশ সালভে
Bangla

ভিনশ ফোগটের পাশে হরিশ সালভে

কুস্তিগীর ভিনেশ ফোগটে হয়ে মামলা লড়ছেন দেশের সেলিব্রিটি আইনজীবী হরিশ সালভে। রইল তার কেরিয়ারগ্রাফ।

হরিশ সালভে কে
Bangla

হরিশ সালভে কে

ভারতের প্রাক্তন সলিসিটির জেনারেল ছিলেন হরিশ সালভে। তাঁর মুকুটে রয়েছে একাধিক মামলায় জয়ের পালক।

Image credits: Getty
হাইপ্রোফাইল মামলায় জয়ী
Bangla

হাইপ্রোফাইল মামলায় জয়ী

আন্তর্জাতিক বিচার আদালতে ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে রক্ষা করা থেকে শুরু করে সাইরাস মিস্ত্রির বিরুদ্ধে তার যুদ্ধে রতন টাটার প্রতিনিধিত্ব করা পর্যন্ত।

Image credits: Getty
আরুষি মামলা
Bangla

আরুষি মামলা

আরুষী হত্যাকাণ্ডে তিনি ডিফেন্স অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন।

Image credits: Getty
Bangla

ভিনেশ-এর উকিল হরিশ সালভে

প্যারিস অলিম্পিক ২০২৪এর রুপো পাওয়ার জন্য আরবিট্রেশন কোর্টে ভিনেশের হয়ে আবেদন করেছেন হরিশ সালভে।

Image credits: Getty
Bangla

হরিশ সালভ

প্রাক্তন ক্রিকেট প্রশাসন এনকেপি সালভের ছেলে হরিশ সালভে। ২০১৫ সালে পদ্মভূষণ সম্মান পান।

Image credits: Getty
Bangla

ইংল্যান্ডের খ্যাতি

গত বছরের জানুয়ারিতে, হরিশ সালভে ওয়েলস এবং ইংল্যান্ডের আদালতে রানির কাউন্সেল হিসাবে নিযুক্ত হন।

Image credits: Getty
Bangla

হরিশ সালভের পরিবার

মারাঠি পরিবারে জন্ম হরিশ সালভের। নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি অর্জন করেন।

Image credits: Getty

'অবসরের জন্য এর চেয়ে ভালো সময় হতে পারত না,' বার্তা পি আর শ্রীজেশের

অলিম্পিক্সের ১৩-তম দিন ভারতের জন্য পয়মন্ত হবে? ইতিহাস গড়বেন নীরজ?

'নামটা মনে রাখবেন, পি আর শ্রীজেশ,' প্রশংসায় আর্জেন্টাইন ফুটবল সংস্থা

'অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন শেষ হয়নি,' দৃঢ়প্রতিজ্ঞা নিখাত জারিন