কুস্তিগীর ভিনেশ ফোগটে হয়ে মামলা লড়ছেন দেশের সেলিব্রিটি আইনজীবী হরিশ সালভে। রইল তার কেরিয়ারগ্রাফ।
Sports News Aug 09 2024
Author: Saborni Mitra Image Credits:Getty
Bangla
হরিশ সালভে কে
ভারতের প্রাক্তন সলিসিটির জেনারেল ছিলেন হরিশ সালভে। তাঁর মুকুটে রয়েছে একাধিক মামলায় জয়ের পালক।
Image credits: Getty
Bangla
হাইপ্রোফাইল মামলায় জয়ী
আন্তর্জাতিক বিচার আদালতে ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে রক্ষা করা থেকে শুরু করে সাইরাস মিস্ত্রির বিরুদ্ধে তার যুদ্ধে রতন টাটার প্রতিনিধিত্ব করা পর্যন্ত।
Image credits: Getty
Bangla
আরুষি মামলা
আরুষী হত্যাকাণ্ডে তিনি ডিফেন্স অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন।
Image credits: Getty
Bangla
ভিনেশ-এর উকিল হরিশ সালভে
প্যারিস অলিম্পিক ২০২৪এর রুপো পাওয়ার জন্য আরবিট্রেশন কোর্টে ভিনেশের হয়ে আবেদন করেছেন হরিশ সালভে।
Image credits: Getty
Bangla
হরিশ সালভ
প্রাক্তন ক্রিকেট প্রশাসন এনকেপি সালভের ছেলে হরিশ সালভে। ২০১৫ সালে পদ্মভূষণ সম্মান পান।
Image credits: Getty
Bangla
ইংল্যান্ডের খ্যাতি
গত বছরের জানুয়ারিতে, হরিশ সালভে ওয়েলস এবং ইংল্যান্ডের আদালতে রানির কাউন্সেল হিসাবে নিযুক্ত হন।
Image credits: Getty
Bangla
হরিশ সালভের পরিবার
মারাঠি পরিবারে জন্ম হরিশ সালভের। নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি অর্জন করেন।