পি আর শ্রীজেশ বলেছেন, ‘আমার কোচ বলেছিলেন, শ্রী, তুমি যখন অবসরের সিদ্ধান্ত নেবে, তখন কেউ যেন জিজ্ঞাসা না করে, কখন অবসর নেবে। সবাই যেন বলে, এখনই অবসর নিচ্ছো কেন?’
Image credits: Instagram
Bangla
প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে অবসর নেওয়ার পর আবেগপ্রবণ শ্রীজেশ
স্পেনের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর বারপোস্ট, হকিস্টিক, গ্লাভস, হেলমেটের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন পি আর শ্রীজেশ।
Image credits: Instagram
Bangla
স্পেনকে হারানোর পর বারের উপর উঠে বসেন ভারতের গোলকিপার পি আর শ্রীজেশ
বৃহস্পতিবার অভিনব কায়দায় পি আর শ্রীজেশকে বিদায় জানালেন সতীর্থরা। বারের উপর বসে পড়েন শ্রীজেশ। তাঁকে অভিবাদন জানান হরমনপ্রীত সিংরা।
Image credits: Instagram
Bangla
২৪ বছর ধরে হকি মাঠে লড়াই করার পর এবার অবসর ভারতের গোলকিপার শ্রীজেশের
ছোটবেলা থেকেই হকির সঙ্গে যুক্ত পি আর শ্রীজেশ। পরপর ২ বার অলিম্পিক্সে পদক জিতে অবসর নিলেন এই গোলকিপার।