প্যারিস অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতীয় দলের গোলকিপার পি আর শ্রীজেশ। তিনি ভারতকে ব্রোঞ্জ জিততে সাহায্য করলেন।
প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পর পি আর শ্রীজেশ বলেছেন, ‘আমি যথাযথভাবেই অবসর নিলাম। আমার দল সবচেয়ে ভালোভাবে বিদায় জানাল।’
নীরজ চোপড়া বলেছেন, ‘আমি জানি, আজকের ম্যাচ বা আজকের জয়ের পর কেউই চাননি আমি অবসর নিই। কিন্তু আমার অবসর নেওয়ার এটাই উপযুক্ত সময়।’
পি আর শ্রীজেশ বলেছেন, ‘আমার কোচ বলেছিলেন, শ্রী, তুমি যখন অবসরের সিদ্ধান্ত নেবে, তখন কেউ যেন জিজ্ঞাসা না করে, কখন অবসর নেবে। সবাই যেন বলে, এখনই অবসর নিচ্ছো কেন?’
স্পেনের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর বারপোস্ট, হকিস্টিক, গ্লাভস, হেলমেটের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন পি আর শ্রীজেশ।
বৃহস্পতিবার অভিনব কায়দায় পি আর শ্রীজেশকে বিদায় জানালেন সতীর্থরা। বারের উপর বসে পড়েন শ্রীজেশ। তাঁকে অভিবাদন জানান হরমনপ্রীত সিংরা।
ছোটবেলা থেকেই হকির সঙ্গে যুক্ত পি আর শ্রীজেশ। পরপর ২ বার অলিম্পিক্সে পদক জিতে অবসর নিলেন এই গোলকিপার।