ফর্মের শিখরে থেকেই অবসর নিলেন ভারতের হকি দলের গোলকিপার পি আর শ্রীজেশ
Bangla

ফর্মের শিখরে থেকেই অবসর নিলেন ভারতের হকি দলের গোলকিপার পি আর শ্রীজেশ

প্যারিস অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতীয় দলের গোলকিপার পি আর শ্রীজেশ। তিনি ভারতকে ব্রোঞ্জ জিততে সাহায্য করলেন।

'এটাই অবসর নেওয়ার উপযুক্ত সময় ছিল,' বার্তা ভারতের গোলকিপার শ্রীজেশের
Bangla

'এটাই অবসর নেওয়ার উপযুক্ত সময় ছিল,' বার্তা ভারতের গোলকিপার শ্রীজেশের

প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পর পি আর শ্রীজেশ বলেছেন, ‘আমি যথাযথভাবেই অবসর নিলাম। আমার দল সবচেয়ে ভালোভাবে বিদায় জানাল।’

Image credits: Instagram
ভারতীয় ক্রীড়ামহলের কেউই চাননি এত তাড়াতাড়ি অবসর নিন পি আর শ্রীজেশ
Bangla

ভারতীয় ক্রীড়ামহলের কেউই চাননি এত তাড়াতাড়ি অবসর নিন পি আর শ্রীজেশ

নীরজ চোপড়া বলেছেন, ‘আমি জানি, আজকের ম্যাচ বা আজকের জয়ের পর কেউই চাননি আমি অবসর নিই। কিন্তু আমার অবসর নেওয়ার এটাই উপযুক্ত সময়।’

Image credits: Instagram
পেশাদার হকি থেকে অবসর ঘোষণার বিষয়ে কোচের পরামর্শ মেনে চলেছেন শ্রীজেশ
Bangla

পেশাদার হকি থেকে অবসর ঘোষণার বিষয়ে কোচের পরামর্শ মেনে চলেছেন শ্রীজেশ

পি আর শ্রীজেশ বলেছেন, ‘আমার কোচ বলেছিলেন, শ্রী, তুমি যখন অবসরের সিদ্ধান্ত নেবে, তখন কেউ যেন জিজ্ঞাসা না করে, কখন অবসর নেবে। সবাই যেন বলে, এখনই অবসর নিচ্ছো কেন?’

Image credits: Instagram
Bangla

প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে অবসর নেওয়ার পর আবেগপ্রবণ শ্রীজেশ

স্পেনের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর বারপোস্ট, হকিস্টিক, গ্লাভস, হেলমেটের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন পি আর শ্রীজেশ।

Image credits: Instagram
Bangla

স্পেনকে হারানোর পর বারের উপর উঠে বসেন ভারতের গোলকিপার পি আর শ্রীজেশ

বৃহস্পতিবার অভিনব কায়দায় পি আর শ্রীজেশকে বিদায় জানালেন সতীর্থরা। বারের উপর বসে পড়েন শ্রীজেশ। তাঁকে অভিবাদন জানান হরমনপ্রীত সিংরা।

Image credits: Instagram
Bangla

২৪ বছর ধরে হকি মাঠে লড়াই করার পর এবার অবসর ভারতের গোলকিপার শ্রীজেশের

ছোটবেলা থেকেই হকির সঙ্গে যুক্ত পি আর শ্রীজেশ। পরপর ২ বার অলিম্পিক্সে পদক জিতে অবসর নিলেন এই গোলকিপার।

Image credits: Instagram

অলিম্পিক্সের ১৩-তম দিন ভারতের জন্য পয়মন্ত হবে? ইতিহাস গড়বেন নীরজ?

'নামটা মনে রাখবেন, পি আর শ্রীজেশ,' প্রশংসায় আর্জেন্টাইন ফুটবল সংস্থা

'অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন শেষ হয়নি,' দৃঢ়প্রতিজ্ঞা নিখাত জারিন

'এখান থেকেই আসল পরীক্ষা শুরু হবে,' সেমি-ফাইনালে পৌঁছে সতর্ক লক্ষ্য সেন